Breaking News
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / ৯০ শতাংশেরও বেশি অ্যাপ জানতে চায় ব্যক্তিগত তথ্য

৯০ শতাংশেরও বেশি অ্যাপ জানতে চায় ব্যক্তিগত তথ্য

স্মার্টফোনে ইনস্টল করার আগে ৯০ শতাংশের বেশি অ্যাপ ডিভাইসে থাকা ব্যবহারকারীদের ব্যক্তিগত সব তথ্য জানার অধিকার বা অনুমতি বাধ্যতামূলকভাবে সংগ্রহ করে। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ব্যবহৃত ৯৯.৯ শতাংশেরও বেশি অ্যাপ এমনটি করে থাকে। অন্যদিকে আইওএস অপারেটিং সিস্টেমের জন্য তৈরি ৯৩.৮ শতাংশ অ্যাপ এই অনুমতি সংগ্রহ করে। বাজারে প্রচলিত জনপ্রিয় অ্যাপের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য জানিয়েছে ডাটা সেন্টার অব চায়না ইন্টারনেট (ডিসিসিআই) এবং টেনসেন্ট রিসার্চ সেন্টার।

এ বিষয়ে ডিসিসিআইয়ের প্রতিষ্ঠাতা হু ইয়াংপিং স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক করে জানান, অনুমতি সংগ্রহ করা অ্যাপগুলোর মধ্যে ৮৯.৯ শতাংশ অ্যাপ ডিভাইসের ক্যামেরা ও ৮৬.২ শতাংশ অ্যাপ মাইক্রোফোন নিয়ন্ত্রণের অনুমতি নেয়। এ বিষয়ে ব্যবহারকারীদের সবচেয়ে বেশি সচেতন হওয়া প্রয়োজন। উল্লেখ্য, অনলাইন স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার সময় অনেক অ্যাপই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের শর্ত জুড়ে দেয়। অ্যাপের প্রয়োজনের কথা বলে এই অনুমতি নেওয়া হলেও ব্যবহারকারীদের অজান্তেই তাদের স্মার্টফোনে থাকা তথ্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে অ্যাপগুলো। বিজ্ঞাপন প্রচারের জন্য ফেইসবুক, ইয়াহু, গুগলসহ প্রায় ৬০০ ওয়েবসাইট এসব তথ্য সংগ্রহ করে।

আরও পঠিত খবর

ফেসবুকে ফলোয়ার/বন্ধু বেশি হলেই অ্যাকাউন্ট যাচাই হবে এখন থেকে

ফেক অ্যাকাউন্টের বিভ্রান্তি রোধে কড়াকড়ি হচ্ছে ফেসবুক। এ লক্ষেই যুক্তরাষ্ট্রে যাদের ফলোয়ার সংখ্যা বেশি তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *