Breaking News
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / মোবাইলের বার্তা হতে হবে বাংলা অক্ষরেই

মোবাইলের বার্তা হতে হবে বাংলা অক্ষরেই

ভাষার বিকৃতি বন্ধে গ্রাহকদের কাছে বাংলা অক্ষরেই বার্তা পাঠাতে হবে। ইংরেজি অক্ষরে বাংলা ভাষার কোনো এসএমএস পাঠানো যাবে না।

ইংরেজি অক্ষরের মাধ্যমে বাংলা বাক্য বা শব্দ লিখতে গিয়ে বাংলা ভাষার বিকৃতি হচ্ছে উল্লেখ করে অপারেটরগুলোকে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।

কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়া হয়েছে।

এ নির্দেশনার ফলে অপারেটরগুলো নিজেরা যেসব অফার বা প্যাকেজের তথ্য দিয়ে থাকে, সেগুলোর কিছুই আর ইংরেজি অক্ষরে বাংলা বাক্য লিখে প্রচার করতে পারবে না। একইভাবে সরকার বা আরও অনেকে অপারেটরদের মাধ্যমে যেসব সচেতনতামূলক তথ্য প্রচার করা হয় সেগুলোও এখন থেকে বাংলা অক্ষরেই পাঠাতে হবে।

আরও পঠিত খবর

ব্যাংক এটিএম কার্ড

যেভাবে এটিএম কার্ডের তথ্য এবং পিন চুরি হয়ে যেতে পারে – দেখুন

বিশ্বজুড়ে ডেবিট বা ক্রেডিট কার্ডে প্রতারণা বেড়ে চলেছে। তথ্যপ্রযুক্তির বিকাশে বাংলাদেশেও এটি আলোচিত বিষয়। প্রায়ই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *