Breaking News
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / ফেসবুকে ফলোয়ার/বন্ধু বেশি হলেই অ্যাকাউন্ট যাচাই হবে এখন থেকে

ফেসবুকে ফলোয়ার/বন্ধু বেশি হলেই অ্যাকাউন্ট যাচাই হবে এখন থেকে

ফেক অ্যাকাউন্টের বিভ্রান্তি রোধে কড়াকড়ি হচ্ছে ফেসবুক। এ লক্ষেই যুক্তরাষ্ট্রে যাদের ফলোয়ার সংখ্যা বেশি তাদের জন্য নতুন একটি নিয়ম তৈরি করতে যাচ্ছে ফেসবুক।

যুক্তরাষ্ট্রে ফেসবুক ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিতে অথরাইজড হতে হবে। সেক্ষেত্রে তাদেরকে এখন থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই সঙ্গে তাদেরকে কান্ট্রি লোকেশনও জানাতে হবে। শুধু তাই নয়, প্রয়োজনে ফেসবুক তাদের পরিচয় নিশ্চিত করতে আইডিতে থাকা ছবিও চাইতে পারে। অথেন্টিকেটেট হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলে প্রোফাইলসহ ব্যবহারকারীর পরিচালিত সব পেজেই তা কার্যকর হবে। চলতি আগস্ট মাস থেকেই ফেইসবুক এ প্রক্রিয়ায় আইডি যাচাই বাছাইয়ের কাজ শুরু করেছে ।

আগামী নভেম্বরেই যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে, ভুয়া অ্যাকাউন্ট থেকে বিদ্বেষপূর্ণ ও বিভ্রান্তিকর খবরের প্রচারণা ঠেকাতে এমন নিয়ম চালু করছে ফেসবুক।

ফেসবুকের সিকিউরিটি ইউনিট জানিয়েছে, ইতিমধ্যে তাদের প্ল্যাটফর্মে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক প্রচারণা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেইসঙ্গে অথেন্টিকেটেট না হওয়ায় গত সপ্তাহেই ৩২ টি পেইজ ও অ্যাকাউন্ট ডিলিট করেছে ফেসবুক

আরও পঠিত খবর

ব্যাংক এটিএম কার্ড

যেভাবে এটিএম কার্ডের তথ্য এবং পিন চুরি হয়ে যেতে পারে – দেখুন

বিশ্বজুড়ে ডেবিট বা ক্রেডিট কার্ডে প্রতারণা বেড়ে চলেছে। তথ্যপ্রযুক্তির বিকাশে বাংলাদেশেও এটি আলোচিত বিষয়। প্রায়ই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *