Breaking News
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / রাতে ফেসবুক বন্ধ রাখার দাবি রওশন এরশাদের

রাতে ফেসবুক বন্ধ রাখার দাবি রওশন এরশাদের

রাত ১০-১১টার পর ফেসবুক বন্ধ রাখার দাবি করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ছেলে-মেয়েদের ভালোর জন্য এবং ‘বিপথ’ থেকে রক্ষার জন্য রাত ১০টা কিংবা ১১টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখার দাবি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সংসদের ২২তম অধিবেশনের সমাপনী বক্তব্যে এ দাবি করেন তিনি।

রওশন এরশাদ সংসদে বলেন, ‘স্মার্টফোনের মাত্রাতিরিক্ত ব্যবহার হচ্ছে। বিশেষ করে শিশু ও তরুণরা এটি বেশি ব্যবহার করছে। ফলে তারা পড়াশোনা করছে না, রাতে ঘুমায়ও না। তারা বিপথে যাচ্ছে।’

তিনি বলেন, ‘ রাত ১০টা থেকে ১১টার মধ্যে যদি এটা বন্ধ করা যায় তাহলে তারা পড়াশোনা করবে। আমরা যদি ছেলেমেয়েদের ভালো চাই তাহলে এটা বন্ধ করা দরকার।’ এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে এক গবেষণায় বলা হয়েছে, শিশুদের হাতে স্মার্টফোন তুলে দেয়া আর কোকেন তুলে দেয়া একই কথা। তাই এটা যদি বন্ধ করা না যায় তাহলে আগামী প্রজন্মকে দেশ পরিচালনার জন্য খুঁজে পাওয়া যাবে না।’

আরও পঠিত খবর

ব্যাংক এটিএম কার্ড

যেভাবে এটিএম কার্ডের তথ্য এবং পিন চুরি হয়ে যেতে পারে – দেখুন

বিশ্বজুড়ে ডেবিট বা ক্রেডিট কার্ডে প্রতারণা বেড়ে চলেছে। তথ্যপ্রযুক্তির বিকাশে বাংলাদেশেও এটি আলোচিত বিষয়। প্রায়ই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *