Breaking News
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / ২০১৮ এ গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যাদের
গুগল এ যেসব বিষয় বেশি সার্চ হয়েছে

২০১৮ এ গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যাদের

বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীরা নিজেদের প্রয়োজনে বা নানা ঘটনা জানতে ২০১৮ সালে গুগলে সবচেয়ে বেশি কী খুঁজেছে, সে তালিকা প্রকাশ করেছে গুগল।

বাংলাদেশের সার্চ ট্রেন্ড বা সবচেয়ে জনপ্রিয় সার্চের এই তালিকা ‘সার্চেস’, ‘পিপল’ ও ‘মুভিজ’—এই তিনটি ক্যাটাগরিতে প্রকাশ করা হয়েছে।

গুগলে বাংলাদেশের সার্চ তালিকায় দেখা গেছে, এ বছরে বাংলাদেশের মানুষের কৌতূহলের শীর্ষে ছিল ক্রিকেটের স্কোর জানার ওয়েবসাইট ‘ক্রিকবাজ’। পিপল তালিকায় দেখা গেছে, এদেশের মানুষ এ বছর গুগলে সবচেয়ে বেশি খুঁজেছে ক্রোয়েশিয়ার নারী প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার-কিতারোভিচকে। আর মুভিজ তালিকায় দেখা গেছে, বাংলাদেশে কৌতূহলের শীর্ষে ছিল থাগস অব হিন্দুস্তান সিনেমাটি। দেখে নিন, পুরো তালিকা –

২০১৮ সালে গুগলে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি যে ১০টি বিষয়ে সার্চ করা হয়েছে, তা হচ্ছে-
১. ক্রিকবাজ
২. ওয়ার্ল্ড কাপ
৩. এসএসসি রেজাল্ট
৪. এইচএসসি রেজাল্ট
৫. লাইভ ফুটবল
৬. আইপিএল
৭. এশিয়া কাপ
৮. বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে
৯. ফোরএক্স ব্রুয়েরি ব্রিসবেন
১০. বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া।

২০১৮ সালে বাংলাদেশ থেকে গুগলে যে ১০ জন ব্যক্তিকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, তারা হচ্ছেন-
১. ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট (কলিন্দা গ্রাবার-কিতারোভিচ)
২. প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার
৩. মেগান মার্কেল
৪. মিয়া খলিফা
৫. সানি লিওন
৬. এমবাপ্পে (কিলিয়ান এমবাপ্পে)
৭. মিয়া মালকোভা
৮. নিক জোনাস
৯. খালেদা জিয়া
১০. হিরো আলম

২০১৮ সালে বাংলাদেশ থেকে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা ১০টি সিনেমা হচ্ছে-
১. থাগস অব হিন্দুস্তান
২. অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়্যার
৩. টাইগার জিন্দা হ্যায়
৪. রেস ৩
৫. বাগি ২
৬. সাঞ্জু
৭. ব্ল্যাক প্যানথার
৮. দ্য নান
৯. হেট স্টোরি ৪
১০. ভেনম

তথ্যসূত্র : ‍গুগল ট্রেন্ডস

আরও পঠিত খবর

ব্যাংক এটিএম কার্ড

যেভাবে এটিএম কার্ডের তথ্য এবং পিন চুরি হয়ে যেতে পারে – দেখুন

বিশ্বজুড়ে ডেবিট বা ক্রেডিট কার্ডে প্রতারণা বেড়ে চলেছে। তথ্যপ্রযুক্তির বিকাশে বাংলাদেশেও এটি আলোচিত বিষয়। প্রায়ই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *