Breaking News
Home / আন্তর্জাতিক / খাশোগির ছেলেকে সান্ত্বনা দিলেন সৌদি বাদশা-যুবরাজ সালমান

খাশোগির ছেলেকে সান্ত্বনা দিলেন সৌদি বাদশা-যুবরাজ সালমান

ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে হত্যাকাণ্ডের শিকার সৌদি সাংবাদিক জামাল খাশোগির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি প্রাসাদে খাশোগির পরিবারের সঙ্গে তারা সাক্ষাৎ করেন। এ সময় বাদশাহ ও যুবরাজ তাদের সান্ত্বনা দেন।

প্রভাবশালী মার্কিন দৈনিক ‘দ্য ওয়াশিংটন পোস্ট- এর খবরে বলা হয়, রিয়াদে ইমামা প্রাসাদে খাশোগির ছেলে সালাহ ও তার ভাই সাহেলের সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় বাদশাহ ও যুবরাজ তাদের সান্ত্বনা দেন।

এর আগে জামাল খাশোগির ছেলেকে ফোন করে কথা বলেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় নিহত খাশোগির ছেলে সালাহকে সান্ত্বনা দিয়েছেন তিনি।

প্রসঙ্গত: সৌদি যুবরাজ সালমানের কট্টর সমালোচক ছিলেন জামাল খাশোগি। আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা প্রথিতযশা এই সাংবাদিক তার তুরস্কে থাকা বান্ধবীকে বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে গত ২ অক্টোবর (মঙ্গলবার) তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনস্যুলেটে যান। কিন্তু সেখান থেকে তিনি আর ফিরে আসেননি।

শুরু থেকে তুরস্ক দাবি করেছিল, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতর সৌদির চররা হত্যা করে লাশ টুকরো টুকরো করে ফেলে দিয়েছে কোথাও। ঘটনার পর থেকে খাশোগি নিখোঁজের ব্যাপারে কিছু জানা নেই বলে জানিয়েছিল সৌদি।

আন্তর্জাতিক চাপে শেষমেষ ১৭ দিন পর গত ১৯ অক্টোবর (শুক্রবার) প্রথমবারের মতো এক বিবৃতিতে কনস্যুলেট ভবনের ভেতরই হত্যার বিষয়টি স্বীকার করে দেশটি।

আরও পঠিত খবর

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন আর নেই

শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন (৬৫) আর নেই। স্থানীয় সময় সোমবার (১৫ অক্টোবর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *