Breaking News
Home / রাজনীতি / ঐক্যের বিজয় অনিবার্য, অবধারিত: ড.কামাল

ঐক্যের বিজয় অনিবার্য, অবধারিত: ড.কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় অনিবার্য ও অবধারিত।ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা জনগণের মালিকানা ফিরিয়ে আনবো। রাষ্ট্রে জনগণের নিয়ন্ত্রণ আনবো। রাষ্ট্রের মূল মালিক হবে জনগণ।’

বুধবার (২৪ অক্টোবর) সিলেটের রেজিস্টারী মাঠে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সভা শুরু হয়।

ড. কামাল হোসেন বলেন, ‘জনগণের ঐক্যে বিজয় অবধারিত। আমরা ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার আদায়ে ঐক্য করেছি। আমরা ৭ দফা দাবি দিয়েছি। সেগুলোর জন্য জনগণকে সুসংগঠিত করুন। তাদের কাছে আমাদের দাবিগুলো পৌঁছে দিন। এটিকে আপনারা হালকাভাবে নেবেন না। আপনারাও বুঝতে পেরেছেন আপনাদের বঞ্চিত করেছে বর্তমান সরকার।’

গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল আরও বলেন, ‘আমরা ঐক্য করেছি জনগণের রাষ্ট্র জনগণের কাছে ফিরিয়ে দিতে। আমরা এদেশের মালিক হতে হলে আমাদের আগে দাবি আদায় করতে হবে। জনগণ দেশের মালিক না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না, স্বৈরাচার চেপে বসে।’

ড. কামাল বলেন, ‘সরকার শুধু বলে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন! কাদের উন্নয়ন? যারা আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে তাদের উন্নয়ন? তাই আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। জনগণের বিজয় অনিবার্য। এটি কেউ ঠেকাতে পারবে না।’

এময় তিনি বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের অবিলম্বে মুক্তি দাবি করেন।

জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, ভাইস-চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, মোহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জয়নুল আবদীন ফারুক, আমানউল্লাহ আমান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব মোস্তফা আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পঠিত খবর

নির্বাচন পেছানোর দাবি ঐক্যফ্রন্টের, ‘জানাব’ বলেছে ইসি

নির্বাচন কমিশনের (ইসি) কাছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছেন বিএনপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *