Breaking News
Home / আন্তর্জাতিক / ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট কট্টর ডানপন্থি বোলসোনরো

ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট কট্টর ডানপন্থি বোলসোনরো

৫৫ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কট্টর ডানপন্থি প্রার্থী জাইর বোলসোনরো।

গতকাল রবিবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যেখানে বোলসোনরোর নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থি ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফের্নেন্দো হাদাজি পেয়েছেন ৪৪ দশমিক ৮ শতাংশ ভোট।

প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর দেশের গতিপথ পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বোলসোনরো বলেন, ‘সমাজতন্ত্র, সাম্যবাদ, জনপ্রিয়তাবাদ ও বাম চরমপন্থার সঙ্গে সখ্যতা গড়ে চলবো না আমরা।’

একইসঙ্গে নির্বাচনে জয়ের পর গণতান্ত্রিক নীতিগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকা ও ব্রাজিলকে অগ্রসর অর্থনীতিগুলোর সঙ্গে পুনঃসম্পর্কিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই বোলসোনরোকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বোলসোনরোর রিও ডি জেনিরোর নিজ বাড়ির সামনে তার হাজার হাজার সমর্থক জড়ো হয়ে আঁতশবাজি ফুটিয়ে উল্লাস প্রকাশ করে। ব্রাজিলের বাণিজ্যিক রাজধানী সাও পাওলোতেও বোলসোনরোর সমর্থকরা উল্লাস প্রকাশ করে।

টানা ১৩ বছর ব্রাজিল বামপন্থি ওয়ার্কার্স পার্টির শাসনাধীন থাকার পর ২০১৬ সালে গভীর অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক দুর্নীতির মুখে ওয়ার্কার্স পার্টির পতন ঘটে। ঠিক তখন থেকেই কংগ্রেসম্যান ৬৩ বছর বয়সী বোলসোনরো দেশটির রাজনীতি অবস্থান পাকা করতে থাকেন। মাঝের দুই বছর ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন রক্ষণশীল নেতা মিশেল তেমের।

আরও পঠিত খবর

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন আর নেই

শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন (৬৫) আর নেই। স্থানীয় সময় সোমবার (১৫ অক্টোবর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *