Breaking News
Home / আন্তর্জাতিক / ওবামা-হিলারির বাসায় ডাকযোগে ‘পাইপ বোমা’

ওবামা-হিলারির বাসায় ডাকযোগে ‘পাইপ বোমা’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ফাস্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাসার ঠিকানায় ডাকযোগে পাঠানো পার্সেলে ‘পাইপ বোমা’ পাওয়া গেছে।

বুধবার (২৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউইয়র্ক সিটিতে হিলারি ও বিল ক্লিনটনের বাড়ির ঠিকানায় পাঠানো একটি প্যাকেটে বোমা পাওয়া যায়।

তবে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির প্রচারকাজে ওই রাতে ফ্লোরিডায় ছিলেন হিলারি। কিন্তু তার স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ওই বাসাতেই ছিলেন। খবর: বিবিসি, সিএনএন।

ঠিক দুদিন আগেই গত রবিবার নিউইয়র্কে সমাজসেবী এবং অর্থলগ্নিকারক জর্জ সরোসের বাড়িতে একটি বোমা পাঠানো হয়।

এদিকে স্থানীয় বুধবার সকালে ওয়াশিংটন ডিসিতে সিক্রেট সার্ভিসের লোকেরা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়ির ঠিকানায় পাঠানো সন্দেহজনক একটি প্যাকেট জব্দ করেন।

বিবিসি জানায়, ওবামা বা ক্লিনটন- কেউই পার্সেলগুলো গ্রহণ করেননি, বা তাদের কোনও বিপদ হবার ঝুঁকি তৈরি হয়নি। এ ব্যাপারে এখন পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

তবে কারা এসব বোমা পাঠাচ্ছে, তা এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ এবং এর দায়ও এখনও কেউ স্বীকার করেনি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়।

বারাক ওবামার মুখপাত্র এ বিষয়ে মুখ না খুললেও হোয়াইট হাউসের পক্ষ থেকে এ ধরনের ‘হামলা চেষ্টার’ তীব্র নিন্দা জানানো হয়েছে।

আরও পঠিত খবর

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন আর নেই

শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন (৬৫) আর নেই। স্থানীয় সময় সোমবার (১৫ অক্টোবর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *