Breaking News
Home / আন্তর্জাতিক / মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন আর নেই

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন আর নেই

শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন (৬৫) আর নেই। স্থানীয় সময় সোমবার (১৫ অক্টোবর) বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পল অ্যালেন- এর মৃত্যুতে এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

তিনি বলেন, ‘আমার সব থেকে প্রিয় ও দীর্ঘদিনের বন্ধুদের মধ্যে একজনের প্রয়াণে আমি মর্মাহত।’

বিল গেটস তার বিবৃতিতে বলেন, ‘লেকসাইড স্কুলের সেই পুরনো দিনগুলো, মাইক্রোসফট প্রতিষ্ঠার সহকর্মী, আমাদের অনেক দিনের মানবকল্যাণ মূলক কাজে পল ছিলেন একজন বিশ্বস্ত ও সত্যিকার বন্ধু।’

দীর্ঘদিন ধরে ‘নন-হজকিন লিম্ফোমা’ নামক দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন তিনি। চিকিৎসার পর কিছুদিন সুস্থ থাকলেও চলতি অক্টোবর মাসে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন।

বিল গেটসের সঙ্গে মিলে অ্যালেন ১৯৭৫ সালে নিউ মেক্সিকোর অ্যালবাকের্কিতে মাইক্রোসফট গঠন করেন এবং বেসিক প্রোগ্রামিং ভাষার ইন্টারপ্রেটার বিক্রির মাধ্যমে ব্যবসা শুরু করেন। ১৯৮০ সালে অ্যালেনের নেতৃত্বে মাইক্রোসফট ৫০,০০০ ডলারে কিউডস নামের অপারেটিং সিস্টেম কিনে নেয়। মাইক্রোসফটের এই প্রোগ্রামটিই পরবর্তীকালে আইবিএম-এর নতুন পিসিগুলোর অপারেটিং সিস্টেম হিসেবে নির্বাচিত হয় এবং ভবিষ্যতে মাইক্রোসফটের প্রসারের ভিত্তি হিসেবে কাজ করে।

আরও পঠিত খবর

চীনে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ের উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের জিনঘি কাউন্টিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *