Breaking News
Home / খেলাধুলা / এশিয়া কাপ ২০১৮: সুপার ফোর পর্বের পয়েন্ট তালিকা

এশিয়া কাপ ২০১৮: সুপার ফোর পর্বের পয়েন্ট তালিকা

এশিয়া কাপের ১৪তম আসরের সুপার ফোর পর্বে নিজেদের খেলা প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে জয় লাভ করায় ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত ক্রিকেট দল। ২৮ তারিখের ফাইনালে তারা ইতোমধ্যে নিজেদের নাম লেখালেও নিশ্চিত হয়নি প্রতিপক্ষ।

২৮শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের ফাইনালে কে হতে যাচ্ছে ভারতের প্রতিপক্ষ এনিয়ে তৈরী হয়েছে অনেক সমীকরণের মারপ্যাঁচ। তবে প্রতিপক্ষ আফগানিস্তান হওয়ার সম্ভাবনা নেই। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্য থেকে যেকোন একদলই হবে ফাইনালের জন্য শর্মাদের প্রতিপক্ষ।

পাকিস্তানের কাছে হারার পর বাংলাদেশের বিপক্ষেও ধরাশায়ী হওয়ায় আসর থেকে ছিটকে গেছে আফগানিস্তান। পক্ষান্তরে আফগানিস্তানকে নাটকীয় শেষ ওভারে ৩ রানের ব্যবধানে হারিয়ে এখনো পর্যন্ত আসরের ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। অন্যদিকে ভারতের বিপক্ষে সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে হারায় ফাইনাল নিশ্চিত হয়নি পাকিস্তানেরও।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সুপার ফোর পর্বের মঙ্গলবারের ম্যাচে যারা জিতবে তারাই টিকিট পাবে ২৮ তারিখের ফাইনালের।

বর্তমানে ৪ পয়েন্টের পাশাপাশি +১.৩৩৩ নেট রান রেট নিয়ে সুপার ফোর পর্বের পয়েন্ট তালিকার সবার ওপরে নিজেদের অবস্থান ধরে রেখেছে ভারত। সমান ২ পয়েন্ট নিয়ে এর পরের দুই অবস্থানে রয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। ভারতের বিপক্ষে এ পর্বের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারায় নেট রান রেটে কিছুটা পিছিয়ে রয়েছে মাশরাফি ও তার সতীর্থরা। বিপরীতে আফগানিস্তানের বিপক্ষের জয়ে বাংলাদেশের চেয়ে নেট রান রেটে বাংলাদেশের চেয়ে এগিয়ে থেকে পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থান নিজেদের দখলে রেখেছে পাকিস্তান।

বাংলাদেশের -০.৬৪৫ রান রেটের বিপরীতে -০.৫৫৬ নেট রান রেট পাকিস্তানের। অন্যদিকে কোনো ম্যাচে জয় না পাওয়া আফগানিস্তান -০.০৬৫ নেট রান রেট নিয়ে রয়েছে তালিকার তলানিতে।

এক নজরে ‘সুপার ফোর’ পর্বের পয়েন্ট তালিকা-

দল  –     ম্যাচ  –   পয়েন্ট  –   নেট রানরেট
ভারত –    ২-             ৪            –  +১.৩৩৩
পাকিস্তান-  ২ –          ২             –  -০.৫৫৬
বাংলাদেশ-  ২ –         ২             –  -০.৬৪৫
আফগানিস্তান ২-        ০             –  -০.০৬৫

আরও পঠিত খবর

ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছেন সৌদি যুবরাজ?

মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের ক্রাউন প্রিন্স। সৌদি আরবের মূল ক্ষমতার অধিকারী তিনিই। রক্ষণশীল সৌদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *