Breaking News
Home / রাজনীতি / বিএনপি’র ষড়যন্ত্রে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমানো যাবেনা-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিএনপি’র ষড়যন্ত্রে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমানো যাবেনা-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলাদেশ অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদের বলছেন, বাংলাদেশ সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় বিভিন্ন রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা সুন্দর করে এবং ঘরে ঘরে বিদ্যুৎ ব্যবস্থা সহ স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চালু করে অন্ধকার চুনতিতে অালোর প্রদিপ জ্বালিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের মানুষ সামরিক সচিব মেজর মিয়া মুহাম্মদ জয়নুল অাবেদীন বাচ্চু।তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন ব্যস্ত থাকে তখন আমি গেলেও নেত্রী আমাকে বলে জরুরী কথা থাকলে আবেদীন সাহেবকে বলে চলে যান। তিনি (অাবেদীন) অামাকে বলবে। অাবেদীন সাহেব এমন একজন দায়িত্ববান মানুষ প্রধানমন্ত্রীর কাছে খবরটা দিয়ে আবার আমাকে বলতে আসেন যে খবরটি তিনি পৌছাইছে। তিনি কোন রুটিনের চাকরী করেনা, ২৪ ঘন্টা দায়িত্ব পালন করতেও দ্বিমত করেনা। চট্টগ্রামে অাবেদীন সাহেবের মত লোক জন্ম নিলে পুরো চট্টগ্রাম অালোকিত হবে। তিনি আরো বলেন, ঢাকায় বসে বিএনপি নেতারা ষড়যন্ত্র করছে, আর আমরা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে জনগণের সেবা করে আসছি। শেখ হাসিনা কখনও ওয়াদা ভঙ্গ করেনা। আওয়ামীলীগ এবং শেখ হাছিনার জনপ্রিয়তা ৬৬%। বিএনপির এই অান্দোলনে আওয়ামীলীগের এই জনপ্রিয়তা বন্ধ করা যাবেনা।

(রবিবার) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নবনির্মিত ইছহাক মিয়া সড়কের শুভ উদ্বোধন এবং উপজেলা প্রসাশনের অায়োজনে চুনতির মেহেরুন্নিছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চুনতি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু’র সভাপতিত্বে উক্ত সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন মাননীয় প্রধানমমন্ত্রীর সামরিক সচিব, লোহাগাড়ার কৃতি সন্তানমেজর মিয়া মুহাম্মদ জয়নাল আবেদীন বাচ্চু বীর বিক্রম পি এইচ সি।উপজেলা নির্বাহী অফিসার অাবু অাসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, আ’লীগের যুগ্ন’সম্পাদক মাহবুবুল আলম হানিফ। প্রচার সম্পাদক হাসান মাহমুদ। সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার নওফেল চৌধুরী।উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম। উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ। সাধারণ সম্পাদক মফিজুর রহমান।চট্টগ্রাম (১৪) চন্দনাইশের সাংসদ নজরুল ইসলাম। চট্টগ্রাম (১৫) সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.অাবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী।এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী। চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আব্দু সালাম। কেন্দ্রীয় মহিলা অা’লীগের সদস্য রিজিয়া রেজা চৌধুরী। উপজেলা আ’লীগের সভাপতি খোরশেদ অালম। সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু সহ কেন্দ্রীয় ও জেলা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অংগসংগঠনের নেতৃবৃন্দরা।

আরও পঠিত খবর

নির্বাচন পেছানোর দাবি ঐক্যফ্রন্টের, ‘জানাব’ বলেছে ইসি

নির্বাচন কমিশনের (ইসি) কাছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছেন বিএনপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *