Breaking News
Home / খেলাধুলা / জিম্বাবুয়েকে হালকা ভাবে নিতে নারাজ সাকিব

জিম্বাবুয়েকে হালকা ভাবে নিতে নারাজ সাকিব

গতমাসে অনুষ্ঠিত এশিয়া কাপ চলাচালীন সময়ে সাকিব আল হাসান ছিটকে পড়েছেন জিম্বাবুয়ে সিরিজ থেকে। আঙুলের চোটে ছিটকে পড়লেও নিজের দৃষ্টি-ভাবনায় রয়েছে এই সিরিজ।

শনিবার (২০ অক্টোবর) রাজধানীতে একটি অনুষ্ঠানে সংবাদ মাধ্যমগুলোর মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের এই অধিনায়ক।

সিরিজে জিম্বাবুয়ের শক্তি নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের ভাষ্য, ‘আমার যখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তখন আমরা জিম্বাবুয়ের সঙ্গে হারতাম। আর এখন ওদের হারাই। তবে এখনো মনে করি ওদের খুব হালকাভাবে নেয়ার কিছু নেই। এ দলেরও সামর্থ্য আছে, আমরা যদি ভুল করি সেটা কাজে লাগিয়ে ম্যাচ জিতে যাওয়ার। জিম্বাবুয়েকে কেউ হালকা করে দেখছে না, দেখবেও না।’

ক্রিকেট সিনিয়র-জুনিয়র মানতে নারাজ সাকিব। বললেন, ‘আমার কাছে জুনিয়র-সিনিয়র শব্দই পছন্দ হয় না। যারা দলে আছে তারা সবাই (ভালো) খেলার সামর্থ্য রাখে। তা না হলে তারা দলে থাকত না। এখানে সিনিয়র-জুনিয়রের কতটুকু দায়িত্ব, এমন কোনো বিষয় নেই।

‘সবার একটাই দায়িত্ব কীভাবে দলের হয়ে ম্যাচটা জেতা যায়। সেই চেষ্টা সবাই করবে। কোনো দিন দুই-তিনজন ভালো খেলবে। কোনো দিন চার-পাঁচজন ভালো করবে। একটা ম্যাচে ১১ জনেরই ভালো খেলা কঠিন। সেটা যদি খেলে তাহলে বাংলাদেশ সব ম্যাচ জিততে পারবে।’

আরও পঠিত খবর

ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *