Breaking News
Home / খেলাধুলা / ভোল পাল্টালেন ম্যারাডোনা

ভোল পাল্টালেন ম্যারাডোনা

আর্জেন্টিনার তারকা খেলোয়াড় লিওলেন মেসির সমালোচনায় মুখর থাকেন স্বদেশি কিংবদন্তি ফুটবলার দিয়োগো ম্যারাডোনা। কিন্তু এবার মেসি সম্পর্কে বেফাঁস মন্তব্য করে ব্যাপক সমালোচনায় পড়েন ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।

তিনি বলেছিলেন, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্নায়ুচাপে ভোগেন মেসি। এসময় তিনি জানিয়েছিলেন, ম্যাচের ২০ বার টয়লেটে যান মেসি।

এমন মন্তব্যের পর থেকেই সমালোচনার তীর ছুটে আসতে থাকে তার দিকে। শেষমেষ উপায় না দেখে সপ্তাহ ব্যবধানেই নিজের মত পাল্টিয়ে ফেলেন ম্যারাডোনা।

তিনি বলেন, ‘মেসি কে, আমি জানি। এটাও জানি সে বিশ্বের সবচেয়ে সেরা ফুটবলার। ম্যাচের আগে যদি ২০ জন খেলোয়াড় বাথরুমে যেত, সেক্ষেত্রে আমি কখনও লিওনেল মেসির নাম উল্লেখ করতাম না।’

সাংবাদিকদের কাছে অভিযোগ করে তিনি বলেন, ‘আসলে যেটা ঘটেছে সেটা হলো অনেকেই আমাকে মেসির বিপক্ষে দাঁড় করাতে চায়। কিন্তু তারা পারে না। পারবেও না। তার সঙ্গে আমার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান তা আপনারা সবাই মিলে যা লিখবেন সেটার থেকেও অনেক বেশি কিছু। আমি আবারও বলছি, মেসিই বিশ্বসেরা।’

২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন মেসি। তারপর হতাশায় জাতীয় দল থেকে অবসরও নিয়ে নিয়েছিলেন। এরপর যখন রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে একের পর এক ম্যাচ হেরে বিপদে পড়েছিল দক্ষিণ আমেরিকান দেশটি, তখন আবার তিনি অবসর ভেঙে দলে ফিরে আসেন।

প্রায় একক দক্ষতায় দলকে বিশ্বকাপের মূল পর্বে তুলেছিলেন। কিন্তু তারপরেও রাশিয়া থেকে শেষ ষোলতে বিদায় হলে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ীকে। বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে এখনও মাঠে নামেননি মেসি। চলতি মাসে আলবিসেলেস্তেরা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলসহ মোট চারটি প্রীতি ম্যাচ খেললেও দলে ছিলেন না বিশ্বফুটবলের এই তারকা।

আরও পঠিত খবর

ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *