Breaking News
Home / খেলাধুলা / অভিষেকেই পৃথ্বী’র বাজিমাত

অভিষেকেই পৃথ্বী’র বাজিমাত

রাজকোটে সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাট করছে ভারত।  বৃহস্পতিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টায় মাঠে নামে দুই দল। এই ম্যাচে ভারতের হয়ে অভিষেক হয়েছে ১৪ বছর বয়সেই স্কুল ক্রিকেটে ৫৪৬ রানের ইনিংস খেলে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেয়া পৃথ্বি শ’য়ের।

এদিন শুধু অভিষেকই হয়নি, ওপেনার হিসেবে ব্যাট করেন তিনি। আর এই অভিষেক ম্যাচেই সেঞ্চুরি তুলে নিয়ে বাজিমাত করলেন পৃথ্বি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০৪ রানে ব্যাট করছেন তিনি। আর ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৯৫ রান।

১০৪ রানের এই ইনিংস খেলতে ১১২টি বল খেলেছেন পৃথ্বি। তার এই ইনিংসে ১৪টি চারের মার রয়েছে।

এদিন শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। দলীয় স্কোরবোর্ডে ৩ রান যোগ হতেই সাজঘরে ফিরে যান রাহুল। এরপর ক্রিজে আসেন পূজারা। দুইজনের প্রান্তবন্ত ব্যাটিংয়ে কাছে অনেকটাই অসহায় হয়ে পড়েছে উইন্ডিজ বোলারা।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষিক্ত হয়েছেন ২২ বছর বয়সী ডানহাতি পেসার শেরমেন লুইস। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৯ উইকেট শিকার করে জাতীয় দলে এসেছেন তিনি।

ভারতের একাদশ : লোকেশ রাহুল, পৃথ্বি শ, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : কার্লোস ব্রেথওয়েট (অধিনায়ক), কাইরন পাওয়েল, সিমরন হেটমেয়ার, শাই হোপ, রস্টন চেজ, সুনিল এমব্রিস, শেন ডোরিচ, কেমো পল, দেবেন্দ্র বিশু, শেরমেন লুইস, শেনন গ্যাব্রিয়েল।

আরও পঠিত খবর

ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছেন সৌদি যুবরাজ?

মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের ক্রাউন প্রিন্স। সৌদি আরবের মূল ক্ষমতার অধিকারী তিনিই। রক্ষণশীল সৌদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *