অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের শিলংয়ে থাকা বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদকে বেকসুর খালাস দিয়েছেন ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
উল্লেখ্য, ২০১৫ সালের মার্চে ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হন সালাহ উদ্দিন আহমেদ। নিখোঁজ হওয়ার প্রায় দুই মাস পর মে মাসে ভারতে মেঘালয়ের রাজধানী শিলংয়ের একটি রাস্তায় উদভ্রান্ত অবস্থায় উদ্ধার করা হয় সালাহ উদ্দিন আহমেদকে। এরপর শিলংয়ে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করা হয়। মেঘালয়ের সিটি থানায় তার বিরুদ্ধে করা মামলায় শর্ত সাপেক্ষে জামিন প্রদান করেন আদালত। আদালত সালাহ উদ্দিন মেঘালয়ের বাইরে যাওয়া যাবেনা এমন শর্তে জামিন দেন।
জামিন পেয়ে সালাহ উদ্দিনআহমেদ শিলংয়ে একটি গেস্ট হাউস ভাড়া থাকতে শুরু করেন। সেখান থেকেই তিনি তার বিরুদ্ধে করা মামলা চালিয়ে যান। শিলংয়ে চিকিৎসাও চালিয়ে যান বিএনপি’র এই নেতা।
সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের মামলা হলেও তার পরিবারের অভিযোগ ছিল, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উত্তরার বাসা থেকে তুলে নিয়ে গেছে।