Breaking News
Home / বাংলাদেশ / শুক্রবারও বৈঠকে সিইসি ও কমিশনাররা

শুক্রবারও বৈঠকে সিইসি ও কমিশনাররা

তফসিল ঘোষণার দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচন কমিশনে নিজেদের মধ্যে আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক আলোচনা চলছে।

শুক্রবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবকে নিয়ে বৈঠক করেছেন।

বৈঠকের আগে একজন নির্বাচন কমিশনার জানান, সুনির্দিষ্ট কোনো বিষয়ে সিদ্ধান্তের জন্য নয়; নিজেরা আলাপ আলোচনার জন্যে বসছেন। বিকাল চার টার পরে কয়েক ঘণ্টা ধরে নিজেদের আলোচনা চলে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে যাওয়ার আগের দিন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে অধ্যাদেশ জারি, আচরণবিধি সংশোধন ও স্বতন্ত্র প্রার্থী বিধিমালা সংশোধন হয়েছে।

আরপিও সংক্রান্ত নির্বাচন পরিচালনা বিধি সংশোধন বাকি রয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাত হয়েছে বৃহস্পতিবার।

শনিবার বিকালে কমিশন সভা রয়েছে। রোববার বসবে তফসিলের সিদ্ধান্ত নিয়ে।
তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কোনো আলোচনা হয়নি জানিয়ে সিইসি কে এম নূরুল হুদা ইতোমধ্যে বলেন, তবে তফসিলের ব্যাপারে আমরা ৪ নভেম্বর মিটিং করব। সেদিন সিদ্ধান্ত হবে।

কমিশন সভায় তফসিল চূড়ান্ত হওয়ার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ভোটের দিনক্ষণ ঘোষণা করার কথা রয়েছে সিইসি নূরুল হুদার।

ছুটির দিনে সিইসি ও নির্বাচন কমিশনররা এলেও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ছাড়া ইসি সচিবালয়ের অনেক কর্মকর্তারা আসেন নি। বৈঠকের সময় নির্বাচন ভবনে প্রবেশেও কড়াকড়ি ছিল।

এদিকে একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারিকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে অফিস করার নির্দেশনা দেয়া হয়েছে।

আরও পঠিত খবর

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে শাহবাগ অবরোধ

সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে বয়সের সময়সীমা ৩৫ করার দাবিতে সারা দেশ থেকে আসা শিক্ষার্থীরা রাজধানীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *