Breaking News
Home / বাংলাদেশ / ভোটের আগে মাঠে থাকবে সেনা: ইসি সচিব

ভোটের আগে মাঠে থাকবে সেনা: ইসি সচিব

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ( ইসি)।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘সংসদ নির্বাচনের ২ থেকে ৩ দিন অথবা ৭ থেকে ১০ দিন আগে নির্বাচনী এলাকায় সেনাবাহিনী যাবে। ওই সময় নির্বাচনী এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েনও হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদ নির্বাচনের জন্য নিয়োগপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে ইসি সচিব এসব কথা বলেন।

প্রসঙ্গত বিএনপিসহ তাদের জোট সংসদ নির্বাচনে ম্যাজিস্টেসি ক্ষমতাসহ সেনা মোতায়েন করার দাবি জানিয়ে আসছে। অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ তার বিরোধিতা করে বলেছে ম্যাজিস্ট্রিসি ক্ষমতাসহ সেনা মোতায়েন করার কোনো সুযোগ নেই। স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা দায়িত্ব পালন করতে পারে।

নির্বাচন কমিশন বলেছে জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার চিন্তা রয়েছে। তফসিলের পর কমিশন বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এরই মাঝে সেনা মোতায়েন নিয়ে সচিবের বক্তব্য আসলো।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘এবার নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আন্তর্জাতিক অঙ্গনে মুখ দেখানো যাবে না।’

সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘যদি কেউ নির্বাচনকে ভণ্ডুল করতে চাই তবে আইন এর মধ্য থেকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে।’

আরও পঠিত খবর

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে শাহবাগ অবরোধ

সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে বয়সের সময়সীমা ৩৫ করার দাবিতে সারা দেশ থেকে আসা শিক্ষার্থীরা রাজধানীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *