Breaking News
Home / আন্তর্জাতিক / সিরিয়ার সেনামুক্ত অঞ্চল থেকে অস্ত্র সরিয়ে ফেলা হচ্ছে

সিরিয়ার সেনামুক্ত অঞ্চল থেকে অস্ত্র সরিয়ে ফেলা হচ্ছে

বিদ্রোহীরা সিরিয়ার ইদলিবের সেনামুক্ত অঞ্চল থেকে অস্ত্র সরিয়ে নিতে শুরু করেছে।

স্থানীয় গণমাধ্যমে জানা যায়, শনিবার সকাল থেকেই ভারী অস্ত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী কয়েকদিন এই কার্যক্রম চলবে।

এর আগে ১৬ সেপ্টেম্বর রাশিয়ার পর্যটন নগরী সোচিতে রুদ্ধদ্বার বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ইদলিব অঞ্চলে রুশ ও তুর্কি সেনাদের মধ্যে একটি অসামরিকীকৃত অঞ্চল বা সেনামুক্ত অঞ্চল ঘোষণার ব্যাপারে দুই নেতার মধ্যে সমঝোতা হয়। এ সমঝোতা চুক্তিকে স্বাগত জানায় ইরান।

এক কর্মকর্তা জানান, তুর্কি সমর্থিত ন্যাশনাল ফ্রন্ট ফর লিবারেশন বিদ্রোহীরা রকেট লাঞ্চার ও আর্টিলারি বাহন ২০ কিলোমিটার দূরে সরিয়ে আনবে। তিনি বলেন, হালকা অস্ত্র ও মেশিনগানগুলো আগের অবস্থানেই থাকবে।

আরও পঠিত খবর

চীনে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ের উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের জিনঘি কাউন্টিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *