উসাইন বোল্ট। কিংবদন্তি দৌড়বিদ। যিনি অলিম্পিকে ৮টি স্বর্ণ জিতেছেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জিতেছেন ১১টি স্বর্ণ। ২০১৭ সালে তিনি অবসর নেন। দৌড়বিদ হলেও আগে থেকেই তার ফুটবলের প্রতি প্রেম রয়েছে। সে কারণে ফুটবলার হওয়ার বাসনা অনেকবারই প্রকাশ করেছেন। অবশেষে তার ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে।
অস্ট্রেলিয়ার পেশাদার ফুটবল ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে গেল কয়েক মাস ধরে অনুশীলন করছেন। শুক্রবার দলটির অনুশীলন ম্যাচে ২০ মিনিট খেলেন তিনি। এর মধ্য দিয়ে ক্লাবটিতে তার অভিষেক হয়ে গেল। তিনি লেফট উইং এ খেলেন। প্রথমবার বল পেয়ে তিনি ধরতে পারেননি।
বোল্টের খেলা এই ম্যাচটি আফ্রিকা, এশিয়া ও ইউরোপের ৬০টি দেশে সরাসরি সম্প্রচার করা হয়। মেরিনার্সের গড় দর্শক ২ হাজার ৫০০ হলেও বোল্টের খেলা ম্যাচটি দেখতে শুক্রবার প্রায় দশ হাজার দর্শক মাঠে হাজির হয়েছিল। তার অভিষেক ম্যাচে ৬-১ ব্যবধানে জয় পেয়েছে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স ক্লাব।
ম্যাচ শেষে বোল্ট বলেন, ‘কিছুটা নার্ভাস ছিলাম। তবে মাঠে নামার পর পরই নার্ভাসনেস চলে যায়। আমি মনে করি আরো টাচ করে খেলতে পারতাম। কিন্তু আমি এখনো পুরোপুরি ফিট নই। তবে আমি কাজ শুরু করার রসদ হিসেবে আজ খেললাম। আশা করছি শিগগিরই আমি আমার গতি ফিরে পাব।’