Breaking News
Home / বাংলাদেশ / কৃষকদের বিরুদ্ধে দায়েরকৃত সার্টিফিকেট মামলা প্রত্যাহারের দাবি

কৃষকদের বিরুদ্ধে দায়েরকৃত সার্টিফিকেট মামলা প্রত্যাহারের দাবি

দেশব্যাপী কৃষকদের বিরুদ্ধে দায়েরকৃত সার্টিফিকেট মামলা প্রত্যাহার ও চলমান মামলা করার প্রক্রিয়া বন্ধ এবং সকল প্রকার কৃষি ঋণ মওকুফের দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক ফেডারেশন।

শুক্রবার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে একমাত্র মৌলিক খাদ্য উৎপাদনকারী কৃষকের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে।

এ সময় তারা কৃষকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান।

বক্তারা কৃষকদের ঋণ মুক্ত রাখার জন্য বিকল্প চাষাবাদ পদ্ধতিতে এ গ্রুপ খলজি চাষাবাদ পদ্ধতি চালু করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- আয়োজক সংগঠনের সভাপতি কমরেড বদরুল আলম, জাকির হোসেন ,জায়েদ ইকবাল খান প্রমুখ

আরও পঠিত খবর

‘নির্বাচনের আগে পরিবহন আইন পরিবর্তনের সুযোগ নেই’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সড়ক পরিবহন আইন পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *