Breaking News
Home / বাংলাদেশ / সরকারি ঘোষিত হলো আরো ৪৪টি বিদ্যালয়

সরকারি ঘোষিত হলো আরো ৪৪টি বিদ্যালয়

দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত আরো ৪৪টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। এ নিয়ে দেশে প্রায় সাড়ে ৫০০ সরকারি মাধ্যমিক বিদ্যালয় হলো। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এ বছরের ১৩ সেপ্টেম্বর থেকে এই ৪৪টি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হলো। তবে সরকারি হওয়া এসব শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কোনো শিক্ষক অন্য কোথাও বদলি হতে পারবেন না। প্রসঙ্গত, দেশের প্রতি উপজেলায় একটি করে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন। এরপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, ৩১৫টি উপজেলায় হাইস্কুল এবং ৩২১টি উপজেলায় সরকারি কলেজ নেই।

প্রধানমন্ত্রীর ঘোষণার পর বিভিন্ন দফায় ১৯৯টি বেসরকারি কলেজ এবং ৩০৩টি হাইস্কুল জাতীয়করণের ব্যাপারে তিনি (প্রধানমন্ত্রী) নীতিগত অনুমোদন দেন। এরই ধারাবাহিকতায় ৪৪টি হাইস্কুল সরকারিকরণ হলো।

আরও পঠিত খবর

‘নির্বাচনের আগে পরিবহন আইন পরিবর্তনের সুযোগ নেই’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সড়ক পরিবহন আইন পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *