যুক্তরাজ্যে ব্রেক্সিট বাস্তবায়ন চুক্তি চূড়ান্ত করতে নিজ দলের অধিকাংশ মন্ত্রীর সমর্থন পেলেও দ্বিমত পোষণ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র মন্ত্রিসভার ৪ ব্রেক্সিট মন্ত্রী পদত্যাগ করেছেন।
এদের মধ্যে স্বয়ং ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডোমিনিক রাব ছাড়াও রয়েছেন স্টেট ফর ওয়ার্ক অ্যান্ড পেনসন মন্ত্রী এসথার ম্যাকভে, ব্রেক্সিট মন্ত্রণালয়ের আরেক মন্ত্রী সুয়েলা ব্রাভেরম্যান এবং নর্দার্ন আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শৈলেশ ভারা।।
গত জুলাই মাসে ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস ব্রেক্সিট পরিকল্পনার সঙ্গে একমত হতে না পেরে পদত্যাগ করেছিলেন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৪ নভেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠকে পাঁচ ঘণ্টা আলোচনার পর মে তার ব্রেক্সিট বাস্তবায়ন পরিকল্পনার বিষয়ে মন্ত্রীদের সমর্থন নিশ্চিত করতে সমর্থ হন।
বৃহস্পতিবার এটি হাউজ অব কমন্সে উত্থাপিত হবে সংসদ সদস্যদের সমর্থনের জন্য। কারণ কার্যকর করতে ব্রেক্সিট বাস্তবায়ন পরিকল্পনাকে সংসদে পাস করানো লাগবে।
এদিকে ব্রেক্সিট বাস্তবায়নের জন্য দিন ঠিক রাখা হয়েছে আগামী ২৯ মার্চ। নভেম্বরের ২৫ তারিখে ব্রেক্সিট বাস্তবায়নের শর্তগুলো নিয়ে আলোচনার জন্য ইইউ নেতারা আবার বসবেন।