শুরু হয়ে গেল টাইগারদের এশিয়া কাপ মিশন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফ্লাই এমিরেটসের একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছে মাশরাফি বাহিনী।
মরুর দেশে এশিয়া কাপকে ঘিরে গত কয়েকদিন টানা অনুশীলন করেছে টিম বাংলাদেশ।
এর আগে মুমিনুল হককে দলে রেখে ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়ার্ড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে রবিবার সন্ধ্যায় ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ১২ সদস্যের দল ঢাকা ছেড়েছে।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলে আসা মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন বিশ্রামে। তাই তার যাওয়া হয়নি দলের সঙ্গে। এদিকে ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি পেসার রুবেল হোসেন ও ওপেনার তামিম ইকবাল।
অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে মাশরাফিদের আগেই দুবাই পৌঁছানোর কথা রয়েছে সাকিব আল হাসানের।
এশিয়া কাপে বাংলাদেশ দল:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান এবং আবু হায়দার রনি।