Breaking News
Home / খেলাধুলা / মদ্রিচের প্রশংসায় রাকিচিত

মদ্রিচের প্রশংসায় রাকিচিত

ক্রোয়েশিয়া দলের অধিনায়ক ও বার্সেলোনার মিডফিল্ডার ইভান রাকিতিচ জাতীয় দলে তার সতীর্থ লুকা মদ্রিচকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে দেখছেন। রাকিতিচ মনে করেন মদ্রিচের ব্যালন ডি’অর পাওয়া উচিত।

রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তোলায় বড় অবদান ছিল মদ্রিচের। আলো ছড়িয়েছেন রাকিতিচ নিজেও। ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হারে ক্রোয়েশিয়া। টুর্নামেন্টে অসাধারণ খেলা মদ্রিচ জেতেন রাশিয়া বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।

রাকিতিচের মতে, রিয়াল তারকা মদ্রিচ কেবল লা লিগার তারকা নয়, বর্তমান ফুটবল বিশ্বে অন্যতম সেরা খেলোয়াড়। লুকা এখন লা লিগার বড় তারকা। এই বছর সে বিশ্বের সেরা খেলোয়াড়। আমরা ক্রোয়াটরা তাকে নিয়ে অনেক গর্বিত।

তিনি আরো বলেন, আমি চাই, সে তার অবশিষ্ট পুরস্কারটাও (ব্যালন ডি’অর) জিতুক। কারণ, এটা একেবারেই তার প্রাপ্য।

গত মৌসুমে টানা তৃতীয়বারের মতো রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতায় গুরুত্বপূর্ণ অবদান রাখা মদ্রিচ ২০১৭-১৮ মৌসুমে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। ক্রিস্তিয়ানো রোনালদো ও মোহামেদ সালাহর সঙ্গে জায়াগা পেয়েছেন ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারের তিন জনের সংক্ষিপ্ত তালিকায়ও।

আরও পঠিত খবর

ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছেন সৌদি যুবরাজ?

মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের ক্রাউন প্রিন্স। সৌদি আরবের মূল ক্ষমতার অধিকারী তিনিই। রক্ষণশীল সৌদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *