Breaking News
Home / বাংলাদেশ / বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, শতাধিক জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, শতাধিক জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১৫টি মাছ ধরার ট্রলারসহ শতাধিক জেলে এখনও নিখোজ রয়েছেন। ডুবে যাওয়া ট্রলার থেকে এখন পর্যন্ত উদ্ধার হয়েছে দেড়’শ জেলে-মাঝিমাল্লা। নিখোঁজ বাকী ট্রলার ও জেলেদের উদ্ধারে কোস্ট গার্ড এবং নৌ বাহিনী উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

সাগর থেকে ফিরে আসা জেলে-মাঝিমাল্লাদের বরাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন অফিসার লে. জাহিদ আল হাসান জানান, ‘বৃহস্পতিবার রাতে ঝড়ের কবলে পড়ে গভীর সাগরে অন্তত ১৫টি ফিসিং ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া ওই সকল ট্রলারে থাকা শতাধিক জেলেকে আশপাশের ট্রলারগুলো উদ্ধার করতে সক্ষম হলেও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরো প্রায় দেড়শ জেলে-মাঝিমাল্লা।’

তিনি জানান, ‘নিখোঁজ ওই সকল ট্রলার ও জেলেদের উদ্ধারে কোস্ট গার্ডের কচিখালী ও দুবলা ষ্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছে। কচিখালী ষ্টেশনের অভিযানে বৃহস্পতিবার রাতে সাগর সংলগ্ন বাদামতলা এলাকা থেকে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১টি ট্রলার ও ৮ জেলেকে উদ্ধার করা হয়েছে।’

বরগুলা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘বরগুনার ছগির পালোয়ানের এফ,বি আরমান, আহম্মদ মিস্ত্রীর এফ,বি তাজেনুর, দুলালের এফ,বি মায়ের দোয়া ও খলিলের এফ,বি মীমসহ ১৫টি ট্রলার ডুবেছে বলে নিশ্চিত হওয়া গেছে। এই ৪টির মধ্যে আরমান ট্রলারের ৪ জেলে এখনও নিখোঁজ রয়েছেন। বাকী তিন ট্রলারের জেলে উদ্ধার হলেও একটি ট্রলারও উদ্ধার করা যায়নি। এখনও বিভিন্ন ট্রলারের দেড়’শর মত জেলে নিখোজ রয়েছেন।’

নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারে কোস্ট গার্ড ও নৌবাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

আরও পঠিত খবর

‘নির্বাচনের আগে পরিবহন আইন পরিবর্তনের সুযোগ নেই’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সড়ক পরিবহন আইন পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *