Breaking News
Home / রাজনীতি / একই খেলা বার বার খেলা যায় না: আ.লীগ‌কে মাহবুব

একই খেলা বার বার খেলা যায় না: আ.লীগ‌কে মাহবুব

ক্ষমতাসীন আওয়ামী লী‌গকে উদ্দেশ্য বিএন‌পির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হো‌সেন ব‌লে‌ছেন, ৫ জানুয়ারির নির্বাচন ভু‌লে যান। ওই রকম নির্বাচন দে‌শের জনগণ আর কখনও হ‌তে দি‌বেন না। বাংলা‌দে‌শে একই খেলা বার বার খেলা যায় না।

শুক্রবার (২১ সে‌প্টেম্বর) জাতীয় প্রেস ক্লা‌বের কনফা‌রেন্স লাউঞ্জে বাংলা‌দেশ মুস‌লিম লী‌গের উদ্যো‌গে ‘নির‌পেক্ষ নির্বাচ‌নের পূর্বশর্ত নির্দলীয় সরকা‌র’ শীর্ষক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

মাহবুব ব‌লেন, ‘দেশ আজ চরম পর্যায় পৌঁছেছে। দে‌শের ইতিহা‌সে এরকম অবস্থা আর কখ‌নও হয়নি। দেশকে রক্ষা কর‌তে হ‌লে গণতন্ত্রকামী মানুষ‌দের ঐক্য বদ্ধ হ‌য়ে আন্দোলন কর‌তে হ‌বে। তাহ‌লেই দেশমু‌ক্তি পা‌বে।’

‌তি‌নি ব‌লেন, ‘বর্তমান সরকার প্রমাণ ক‌রে‌ছে তার অধীনে নির‌পেক্ষ নির্বাচন হ‌বে না। তা বিগত ১০ বছ‌রে দে‌শের জনগণ দে‌খে‌ছে। তাই জনগণ কেই রাস্তায় নে‌মে আন্দোলন করে হারানো গণতন্ত্রকে ফি‌রি‌য়ে আন‌তে হ‌বে। তা না হ‌লে দে‌শের জনগ‌ণের যে টুকু অধিকার আছে তাও হারিয়ে যাবে।’

আ‌য়োজক ক‌মি‌টির নির্বাহী সভাপ‌তি আব্দুল আজিজ হাওলাদারের সভাপ‌তি‌ত্বে সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন- এন‌ডিএমের চেয়ারম্যান ব‌বি হাজ্জাজ , মুস‌লিম লী‌গের মহাস‌চিব কাজী আবুল খা‌য়ের,দেশ বাচাও মানুষ বাচাও আন্দোল‌নের সভাপ‌তি কে এম র‌কিবুল ইসলাম রিপন, মু‌ক্তিযু‌দ্ধের প্রজন্মের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সেকুল প্রমুখ।

আরও পঠিত খবর

নির্বাচন পেছানোর দাবি ঐক্যফ্রন্টের, ‘জানাব’ বলেছে ইসি

নির্বাচন কমিশনের (ইসি) কাছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছেন বিএনপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *