Breaking News
Home / খেলাধুলা / পেনাল্টিতে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

পেনাল্টিতে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ। দলের পক্ষে গোলটি করেছেন তপু বর্মণ।

মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

উল্লেখ্য, ১৫ বছর ধরে স্মৃতি হাঁতড়ে বেড়াচ্ছে বাংলাদেশ। সেই ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর গত ১৫ বছরে আর একবারও শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি মামুনুলরা। ২০০৫ সালে ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় টাইগার ফুটবলারদের। এরপর ২০০৯ সালে ঘরের মাটিতে সেমিফাইনালই ছিল সাফে বাংলাদেশের সর্বশেষ সেরা সাফল্য।

গত ৩টি আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া বাংলাদেশের সামনে চ্যালেঞ্জটা তাই এবার বড় হয়েই আসছে। সেই লক্ষ্যকে সামনে রেখেই আজ এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মাঠে নেমেছে জেমি ডে’র শিষ্যরা।

এদিকে বিকেলে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষে অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ আলী।

আরও পঠিত খবর

ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছেন সৌদি যুবরাজ?

মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের ক্রাউন প্রিন্স। সৌদি আরবের মূল ক্ষমতার অধিকারী তিনিই। রক্ষণশীল সৌদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *