Breaking News
Home / খেলাধুলা / পিছিয়ে পড়েও দারুণ জয় জার্মানির

পিছিয়ে পড়েও দারুণ জয় জার্মানির

নিজেদের মাটিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রোববার রাতে পিছিয়ে পড়েও দারুণ এক জয় তুলে নিয়েছে জার্মানি। ২-১ গোলে জিতেছে ইওয়াখিম লুভের শিষ্যরা। লুইস আনভিনকুলার গোলে এগিয়ে যায় পেরু। ইউলিয়ান ব্রান্ডট সমতা ফেরানোর পর জয়সূচক গোলটি করেন অভিষিক্ত নিকো শুলজ।

নিজেদের প্রথম ভালো সুযোগ কাজে লাগিয়ে ২২তম মিনিটে এগিয়ে যায় পেরু। শুলজের হারানো বল পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন আনভিনকুলা। এই ডিফেন্ডারের দেশের হয়ে এটাই প্রথম গোল। খুব কাছে থেকেও বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি জার্মানির গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

সমতা ফেরাতে বেশি সময় নেয়নি জার্মানি। ক্রুসের কাছ থেকে বল পেয়ে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন ব্রান্ডট।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ আসে পেরুর সামনে। ৪৮তম মিনিটে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান রাউল রুইদিয়াস। কোনোমতে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন খানিক আগে মাঠে আসা জার্মান ডিফেন্ডার আন্টোনিও রুডিগার।

আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠা ম্যাচে ৮৪তম মিনিটে জার্মানিকে এগিয়ে নেন শুলজ। তার জোরালো শট পেরুর একজনের গায়ে লেগে, ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায়। এই গোলই জার্মানিকে এনে দেয় স্বস্তির জয়।

আরও পঠিত খবর

ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছেন সৌদি যুবরাজ?

মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের ক্রাউন প্রিন্স। সৌদি আরবের মূল ক্ষমতার অধিকারী তিনিই। রক্ষণশীল সৌদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *