Breaking News
Home / খেলাধুলা / পাকিস্তানের হারে সেমিতে বাংলাদেশের যুবারা

পাকিস্তানের হারে সেমিতে বাংলাদেশের যুবারা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল হংকংকে হারালেও উল্লাসে মাততে পারেনি আগেই। তাদের সামনে পড়েছিল পাকিম্তান সমীকরণ। । তাই শ্রীলংকার কাছে পাকিস্তানের হারের পর পুষিয়ে নিয়েছেন তৌহিদ-মাহমুদুল হাসানরা। শ্রীলংকার বিপক্ষে পাকিস্তান জিতলেই ঘরের মাঠে অনূর্ধ্ব -১৯ এশিয়া কাপ থেকে বিদায় নিতে হতো বাংলাদেশের যুবাদের। শ্রীলংকা ২৩ রানে পাকিস্তানকে হারিয়ে নিজেরাই সেমিফাইনালে যায়নি শুধু সঙ্গে নিয়ে গেল বাংলাদেশকেও।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুরুটা ভালো করতে পারেনি টাইগার যুবারা। প্রথম ম্যাচেই শ্রীলংকার বিপক্ষে হার মেনে টুর্নামেন্ট শুরু করে তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়ায় বাংলাদেশের যুবারা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পায় বাংলাদেশ।
তৃতীয় ও শেষ ম্যাচে হংকংকে হারালেও পাকিস্তানের হারের আশায় বসে থাকে তারা। শ্রীলংকার দেওয়া ২০০ রানের লক্ষ্যে পাকিস্তান যেতে পারেনি। হেরে গেছে ২৩ রানে। লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তান ৯৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে। আর ঘুরে দাঁড়াতে পারেনি সেখান থেকে।

অন্য ম্যাচে টসে জিতে প্রথমে হংকংকে ব্যাটে পাঠায় বাংলাদেশ যুবারা। এরপর বোলাররা যেন হংকং ব্যাটসম্যানদের কাছে মূর্তিমান আতঙ্করূপে হাজির হন। হংকং কিছু বুঝে ওঠার আগেই ৪৬.৫ ওভারে মাত্র ৯১ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। হংকংয়ের করা ওই রান ৬ ওভারের মধ্যে টপকাতে পারলে সরাসরি সেমিফাইনালে যেতো বাংলাদেশ। কিন্তু তারা তা পারেননি। জিততে নিয়েছে ১১.২ ওভারে। হারিয়ে ফেলেছিল ৫ উইকেট।

বল হাতে গর্জে উঠলেও ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। দলের মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে বসে তৌহিদরা। পরে আকবর আলী (২৫) আর মাহমুদুল হাসানের (৩২) ব্যাটে জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ১১ রানে ৩ উইকেট নেন রিশাদ হোসেন। এছাড়া রাকিবুল হাসান ও মৃত্যুঞ্জয় চৌধুরী ২টি করে উইকেট নেন।

বাংলাদেশ যুবারা ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় সেরা দল হিসেবে সেমিতে গেছে। তিন ম্যাচেই জিতে গ্রুপ সেরা হয়েছে শ্রীলংকা। তাই বাংলাদেশকে ‘এ’ গ্রুপের সেরা দলের মুখোমুখি হতে হবে।

এদিকে, এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ এর ‘এ’ গ্রুপের সেরা দল হয়েছে ভারত। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পেয়েছে তারা। আর বাংলাদেশের যুবাদের খেলতে হবে ভারতের বিপক্ষেই।

বাংলাদেশ-ভারত আগামী ৪ অক্টোবর সেমিফাইনালের ম্যাচে মুখোমুখি হবে। অন্য ম্যাচে পরদিন শ্রীলংকা খেলবে আফগানিস্তানের বিপক্ষে। দুটি ম্যাচই শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে।

আরও পঠিত খবর

ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছেন সৌদি যুবরাজ?

মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের ক্রাউন প্রিন্স। সৌদি আরবের মূল ক্ষমতার অধিকারী তিনিই। রক্ষণশীল সৌদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *