Breaking News
Home / আন্তর্জাতিক / পাকিস্তানের সঙ্গে বৈঠক বাতিল করল ভারত

পাকিস্তানের সঙ্গে বৈঠক বাতিল করল ভারত

জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন বার্ষিক বৈঠকের সাইডলাইনে পাকিস্তানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যে বৈঠক হওয়ার কথা ছিল, সেটি বাতিল করেছে ভারত।

পাকিস্তান সীমান্তে বিএসএফের একজন সদস্যের মৃত্যু এবং কাশ্মীরের সোপিয়ানে তিন পুলিশকে অপহরণের পর হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে বৈঠকটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে বসতে রাজি হওয়ার একদিন পর তা বাতিলে ভারতীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এর মাধ্যমে দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায় সূচনার একটি সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু ভারত সেই সুযোগ হাতছাড়া করলো।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার গত বৃহস্পতিবার জানিয়েছিলেন, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন বার্ষিক বৈঠকের সাইডলাইন থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির মধ্যে বৈঠক হবে। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের চিঠি পাওয়ার পর বৈঠকের ঘোষণা দিয়েছিল ভারত।

আরও পঠিত খবর

চীনে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ের উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের জিনঘি কাউন্টিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *