Breaking News
Home / আন্তর্জাতিক / নেপালে কেপি শর্মা ওলির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নেপালে কেপি শর্মা ওলির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে দ্য হিমালয়ান টাইমসের খবরে বলা হয়েছে।

নেপালের গণমাধ্যমটি বলছে, দুই নেতার এ বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যকার বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ৮ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছালে নেপালের উপপ্রধানমন্ত্রী ঈশ্বর পোখারেল এবং নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশরাফি বিনতে শামসসহ শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

বিমানবন্দরে বাংলাদেশের সরকারপ্রধানকে গার্ড অব অনারসহ লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।

নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভুটানের প্রধান উপদেষ্টা দাশো সেরিং ওয়াং চুকের সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা।

এর পর রাষ্ট্রপতির বাসভবন শীতল নিবাসে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সেখানে নেপালের রাষ্ট্রপতির দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এর পর বিকাল ৩টায় প্রধানমন্ত্রী নেতৃবৃন্দের সঙ্গে সোয়ালটি ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠেয় ৪র্থ বিমসটেক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন।

আরও পঠিত খবর

চীনে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ের উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের জিনঘি কাউন্টিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *