Breaking News
Home / আন্তর্জাতিক / দুর্নীতিবাজ পুলিশদের হত্যার হুমকি দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে

দুর্নীতিবাজ পুলিশদের হত্যার হুমকি দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে

দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের হত্যার হুমকি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাসাদে দুর্নীতির অভিযোগে তদন্তাধীন পুলিশ কর্মকর্তাদের হাজির করা হলে তিনি এ হুমকি দেন।

১০২ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ ও ডাকাতিসহ ফৌজাদারির অভিযোগে তদন্ত চলছে। দুতের্তের সঙ্গে সাক্ষাতের জন্য এসব কর্মকর্তাদের মঙ্গলবার তার প্রাসাদে নিয়ে যাওয়া হয়।

দুতের্তে বলেন, ‘কুত্তার বাচ্চারা তোমরা যদি এভাবে চলতে থাক তাহলে আমি সত্যি তোমাদের হত্যা করব।’

বেশ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলো সরকার পুনরায় তদন্ত করে দেখবে উল্লেখ করে দুতের্তে বলেন, ‘আমার একটা বিশেষ ইউনিট আছে যারা আজীবন তোমাদের ওপর নজরদারি চালাবে। যদি তোমরা একটা ছোট ভুলও কর, তাহলে আমি তোমাদেরকে হত্যা করার জন্য তাদেরকে নির্দেশ দেব।’

এসব পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্যদের উদ্দেশে দুতের্তে বলেছেন, ‘যদি এই কুত্তার বাচ্চারা মারা যায়, তাহলে আপনারা আমাদের কাছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে আসবেন না। কারণ আমি ইতিমধ্যে আপনাদের সতর্ক করেছি।’

আরও পঠিত খবর

চীনে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ের উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের জিনঘি কাউন্টিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *