Breaking News
Home / খেলাধুলা / ক্রিকেটারদের নিয়ে বিতর্ক, যা বললেন সৌম্য

ক্রিকেটারদের নিয়ে বিতর্ক, যা বললেন সৌম্য

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হতে আর খুব বেশি দেরি নেই। বাংলাদেশ ক্রিকেট দল সাফল্যের রাজপথে উঠেছে গত তিন বছরের ধারাবাহিক পারফরম্যান্সে। এমতাবস্থায় বেশ ব্যস্ত একটি সময়ের মধ্য দিয়েই যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। অনুশীলনে যতটা সম্ভব নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তারা। দলের অন্যান্য সদস্যের সাথে অনুশীলন মত্ত আছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও।

সৈকতের নাম আলাদা করে বলার পেছনে কারণ কি থাকতে পারে সেটি এরই মধ্যে হয়তো বুঝে ফেলেছেন সকলেই। মাত্র দুই দিন আগেই নিজের স্ত্রীকে ঘিরে একটি নেতিবাচক ঘটনায় সংবাদের শিরোনাম হয়েছিলেন এই ক্রিকেটার। তার বিরুদ্ধে যৌতুক নেয়ার চাওয়ার অভিযোগও তুলেছিলেন মোসাদ্দেক পত্নী।

এছাড়া, সম্প্রতি নাসির হোসেনের বিরুদ্ধে উঠেছে নারী কেলেঙ্কারির অভিযোগ। সাব্বির রহমান ফেসবুকে এক সমর্থককে হুমকি দিয়ে হয়েছেন সমালোচিত। তিনিই কিশোর দর্শক পিটিয়েছিলেন। কাছাকাছি সময়েই এতগুলো ঘটনা। তাই বিসিবি পাড়ায় এশিয়া কাপের আলোচনা ছাপিয়ে মোটা দাগে উঠে আসছে এসব ব্যাপার।

এশিয়া কাপ সামনে রেখে মিরপুরে প্রস্তুতি ক্যাম্পে থাকা ক্রিকেটারদের একজন একজন করে প্রতিদিন মুখোমুখি হচ্ছেন সংবাদমাধ্যমের। বুধবার (২৯ আগস্ট) সৌম্য এলেন বলেই প্রশ্নটা প্রাসঙ্গিকতা পেল। এসব নেতিবাচক ব্যাপার নিয়ে ক্রিকেটাররা কী ভাবেন, নিজেদের মধ্যে কী আলোচনা হয়, সেসব নিয়ে প্রশ্ন উঠল।

জবাবে তিনি বললেন, ‘এটা যার যার ব্যক্তিগত বিষয়। এখন যেহেতু ক্যাম্প শুরু হয়ে গিয়েছে, আমরা চেষ্টা করি যার যার নেতিবাচক বিষয় সামনে না এনে ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা করতে। যেহেতু এশিয়া কাপ সামনেই, ১৫-১৬ দিন পরে। সবার চোখ সেখানেই। বড় আসরে কীভাবে ভালো করতে হবে, সেভাবেই অনুশীলন করছে সবাই।’

তাহলে কি একটুও চিন্তা করছেন না? পাল্টা প্রশ্নের পরও একই ধরণের উত্তর দিলেন সৌম্য। এবার কিছুটা বিরক্ত হয়ে, ‘ভাই, ১৫ দিন পরেই খেলা। সবার চিন্তা এশিয়া কাপ নিয়েই। কিভাবে ভালো খেলা যায় সেটা নিয়ে। এসব নিয়ে চিন্তা করার তো কোনো সময় নাই কারো।’

তবে এসব ব্যাপার নিয়ে কঠোর হওয়ার সময় এসে গেছে বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

মোসাদ্দেক হোসেন সৈকতের বিষয় নিয়ে বলেছেন, ‘মোসাদ্দেকের ব্যাপারটা যেটা দেখেছি তার স্ত্রী মামলা করেছেন, যেহেতু এটা আদালতে চলে গেছে, আদালতেই নিষ্পত্তি হোক। আমরা আমাদের বিষয়গুলোকে আমাদের মতো করে দেখব। খুব শিগগিরই বসব, সংশ্লিষ্ট খেলোয়াড়দের ডাকা হবে। তাদের বক্তব্য শুনব।’

‘মোসাদ্দেকের ইস্যু আসার আগে অন্যকিছু বিষয় ছিল, যেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কিছু নীতিগত সিদ্ধান্ত হয়েছে যেটা আপনারা শিগগিরই জানতে পারবেন।’ -ক্রিকেটারদের সাম্প্রতিক নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে এভাবেই বললেন বিসিবির প্রধান নির্বাহী।

টেস্ট এবং ওয়ানডে সংস্করণে র‌্যাঙ্কিংয়ের তলানি থেকে মধ্যবর্তী জায়গায় আসীন হয়েছে টিম টাইগার্স। ক্রিকেট দলকে ঘিরে বোনা হচ্ছে আরও বড় স্বপ্নের জাল। বিশ্বকাপ জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছেন কেউ কেউ। একেকজন ক্রিকেটার দেশের কোটি হৃদয়ের স্বপ্নসারথী। সেই তারাই যখন মাঠের বাইরে নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে যান, তখন বাজে প্রভাব পড়ে পুরো সমাজেই।

নেতিবাচক ঘটনা নিয়ে কেই-বা চিন্তা করতে চায়? কিন্তু উদ্বিগ্ন হওয়ার মতো ঘটনাই তো ঘটাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এর বিতর্কিত ঘটনা বেশি ঘটাচ্ছেন তরুণ খেলোয়াড়েরা। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম কিংবা মাহমুদউল্লাহ—জাতীয় দলকে সেবা দিয়ে যাচ্ছেন একযুগের বেশি সময় ধরে। কারও বিরুদ্ধে শোনা যায়নি নারীঘটিত কিংবা গৃহকর্মী নির্যাতনের মতো অভিযোগ। তরুণ ক্রিকেটাররা একটু প্রচারের পাদপ্রদীপে এলেই তাদের বিরুদ্ধে উঠছে নানা অভিযোগ। আর যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠছে, সেটির প্রভাব পড়ছে তাদের পারফরম্যান্সেও।

আরও পঠিত খবর

ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছেন সৌদি যুবরাজ?

মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের ক্রাউন প্রিন্স। সৌদি আরবের মূল ক্ষমতার অধিকারী তিনিই। রক্ষণশীল সৌদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *