Breaking News
Home / আন্তর্জাতিক / অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের একদিন পর অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৭ নভেম্বর) এক টুইট বার্তায় ট্রাম্প লেখেন ‘আমরা অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে তার কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছি একই সঙ্গে তার ভালো চাই।’

পরে তারিখবিহীন একটি পদত্যাগপত্রে জেফ সেশনস বলেন, ‘প্রিয় প্রেসিডেন্ট মহোদয়, আপনার অনুরোধে আমি আমার পদত্যাগপত্র জমা দিচ্ছি।’

চিঠিতে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বপালনকালে, আমরা আইনের শাসন পুনর্বহাল ও নিশ্চিত করেছি।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়,  ট্রাম্প জানিয়েছেন, সেশনসের স্থলে সাময়িকভাবে চিফ অব স্টাফ ম্যাথু হুইটাকারকে নিয়োগ দেওয়া হবে।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানোর পরদিন প্রেসিডেন্ট তার গত দুই বছরের মতো ‘আমি যখন যা ভালো মনে করি তাই করি‌’ ধরনের সিদ্ধান্ত নিয়ে বসলেন। আলাবামা অঙ্গরাজ্যের এই সাবেক রিপাবলিকান দলীয় সিনেটর ও অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করে ট্রাম্প তার স্বভাবসুলভ নেতৃত্বের নজির রাখলেন।

ট্রাম্পের রিপাবলিকান নির্বাচনী প্রচার দল ও রাশিয়ার যোগসাজশ খুঁজতে চলমান তদন্ত কার্যক্রম থেকে গত বছরের মার্চে সরে দাঁড়ানোয় মূলত জেফ সেশনসের ওপর চটেন ডোনাল্ড ট্রাম্প। আগে থেকেই গুঞ্জন ছিল নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরেই হয়ত জেফ সেশনসকে বরখাস্ত করা হতে পারে। এবার সেই গুঞ্জনই সত্য হলো।

আরও পঠিত খবর

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন আর নেই

শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন (৬৫) আর নেই। স্থানীয় সময় সোমবার (১৫ অক্টোবর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *