চতুর্থ টেস্টের প্রথম দিনে ভারতীয় বোলিং তোপে মাত্র ২৪৬ রানে অলআউট হয়েছে ইংলিশরা। সাউদাম্পটনে ৮৬ রানে ৬ উইকেট হারায় ইংল্যান্ড। খাদের কিনারায় চলে যাওয়া স্বাগতিকদের প্রথম ইনিংসে রং ফিরিয়েছেন স্যাম কুরান। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম ইনিংসে লজ্জাকর পরিস্থিতি এড়িয়েছে স্বাগতিকরা।
টস হেরে ব্যাট করতে নামা ইংলিশদের টপ অর্ডার ছিলো পুরোপুরি ব্যর্থ। ভারতীয় পেসারদের সামনে খেই হারিয়ে প্রতিরোধ দিতে পারেনি সেভাবে। এক পর্যায়ে ৮৬ রানে ৬ উইকেট গেলে আগে ভাগে গুটিয়ে যাওয়ার সম্ভাবনা উঁকি দেয়।
মিডল অর্ডার কিছুটা প্রতিরোধ দিলেও লেজের দিকে মূল প্রতিরোধটা আসে স্যাম কুরানের ব্যাট থেকে। মঈন আলীকে সঙ্গে নিয়ে বিপদ সামলেছেন কিছুটা। ১৬৭ রানে মঈন ব্যক্তিগত ৪০ রানে ফিরলেও অপরপ্রান্ত আগলে খেলেন কুরান। ১৩৬ বলে তার ৭৮ রানের দায়িত্বশীল ইনিংসে ২৪৬ রান সংগ্রহ হয় প্রথম ইনিংসে। শেষ উইকেটে তাকে বোল্ড করেন রবিচন্দ্রন অশ্বিন।
ভারতীয়দের পক্ষে জাসপ্রিত বুমরাহ ৪৬ রানে নেন ৩ উইকেট। দুটি করে নেন ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিন। জবাবে ভারত বিনা উইকেটে ১৯ রান সংগ্রহ করে দিন শেষ করেছে। ব্যাট করছেন শিখর ধাওয়ান (৩) ও লোকেশ রাহুল (১১)।