আগামী জানুয়ারিতে বসছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের এবারের আসর। এই ষষ্ঠ আসরের ড্রাফট হওয়া কথা ছিল ২৫ অক্টোবর।
কিন্তু ২৪ ও ২৬ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে দুইটি ওয়ানডে থাকায় ড্রাফট পেছাতে পারে, এমন একটা আভাস ছিল। শেষ পর্যন্ত সেটিই হয়েছে, ২৫ অক্টোবর থেকে পিছিয়ে গেছে ২৮ অক্টোবর।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে ঢাকার একটি স্থানীয় হোটেলে সেদিনই হওয়ার কথা এবারের বিপিএলের নিলাম।
স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ সিরিজের ওয়ানডের প্রথমটি ২১ অক্টোবর মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও শেষ দু’টি ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আর সবকিছু ঠিক থাকলে ২০১৯ সালের ৫ জানুয়ারি মাঠে গড়াবে দেশের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট বিপিএল এর ষষ্ঠ সংস্করণের খেলা।