Breaking News
Home / বাংলাদেশ / ২০২২ সালে পদ্মা সেতুর কাজ সম্পূর্ণ হতে পারেঃ চীনা প্রকৌশলী
পদ্মা সেতুর একটি স্পান
পদ্মা সেতুর একটি স্পান

২০২২ সালে পদ্মা সেতুর কাজ সম্পূর্ণ হতে পারেঃ চীনা প্রকৌশলী

জাজিরা প্রান্তে এখন পদ্মা সেতু দৃশ্যমান। এখন পর্যন্ত ৫ টি স্প্যান বসানো হয়েছে যাতে মুল সেতুর ৭৫০ মিটার অবয়ব দাড়িয়ে গেছে। ৬ কিমি এরও বেশি এই লম্বা সেতু দৃশ্যমান হয়েছে ঠিকই কিন্তু বোঝা যায় এখনো বহু কাজ বাকি। কর্তৃপক্ষের হিসেবে মুল সেতুর ৬৬ ভাগ কাজ শেষ হয়েছে, আর সার্বিক প্রকল্পের অগ্রগতি হয়েছে ৫৮ শতাংশ ।

কিন্তু আরও ৩৬ টি স্প্যান বসাতে হবে এই পদ্মা সেতুতে। পুরো সেতুর নির্মাণ কাজ এই বছরের ডিসেম্বর এ শেষ হওয়ার কথা চুক্তি অনুযায়ী। কিন্তু সেটি আর হচ্ছে না। সেতুর কাজে দায়িত্তে থাকা চীনা দুই প্রকৌশলী কথায় বললেন, পুরো কাজ শেষ হতে ২০২২ সাল পর্যন্ত অপেক্ষা করো। আমরা ২০২২ সালের ধারনা দিচ্ছি বর্তমান পরিস্থিতি বিবেচনায়। এখনো অনেক কাজ করবার বাকি আছে । এই যে স্টিলের কাঠামো, এটা একটার পর একটা বানাতে সময় লাগে অনেক সময়। আর এখনো ৭ টির চূড়ান্ত ডিজাইন পাইনি। আমি এখন নকশার জন্য অপেক্ষায় আছি। নকশা হাতে পেলে আমি বলতে পারব ঠিক কবে এর নির্মাণ কাজ শেষ হতে পারে।

কিন্তু আনুষ্ঠানিকভাবে কোন পক্ষই বলছে না কবে নাগাদ শেষ হবে এর নির্মাণকাজ । নতুন করে ঠিকাদার কোম্পানিকে অতিরিক্ত কত সময় দেয়া হবে সে সিদ্ধান্ত এখনো জানান হয় নি।

প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম বলেন, তারা ২০১৮ সাল পর্যন্ত টাইম চেয়েছিল, এটা অনেক বেশি ছিল। ঠিকাদার টাইম চেয়েছে, আমরা পরীক্ষা নিরিক্ষা করছি। তিনি আরও বলেন – কাজ দেরি হওয়ার কারণ আমরা সবগুলি ডিজাইন দিতে পারি নি। এই কাজটা ইন্টারন্যাশনালই অব্জারভ করছে, যেহেতু এই কাজটি আগে হয় নাই ওয়ার্ল্ড এ। যার জন্য আমরা একাধিক লোক টেস্ট করতেছি, টাইম Consume হচ্ছে।

পাইলিং এর কাজ শুরুর পর ত্রুরি ধরা পরায় ১৯ টি পিয়ার এর ডিজাইন এ পরিবর্তন আনা হয়েছে। তবে সেতুর কাজের গতিতে ভাঁটা পরলেও এখনো হতাশ নন স্থানীয় মানুষ এবং এ পথে যারা যাতায়াত করেন তারা।

পদ্মা সেতুর কাজ শেষ হতে কতদিন লাগবে?———————————————–আপনার কি মত? লিখে জানান কমেন্টে।———————————————–www.mamoogroup.com

Posted by Kazi Mohammad Masud Alam on Friday, September 7, 2018

 

আরও পঠিত খবর

‘নির্বাচনের আগে পরিবহন আইন পরিবর্তনের সুযোগ নেই’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সড়ক পরিবহন আইন পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *