Breaking News
Home / বাংলাদেশ / ‘সড়ক দুর্ঘটনা বন্ধে চালকদের সতর্কতা যথেষ্ট নয়’

‘সড়ক দুর্ঘটনা বন্ধে চালকদের সতর্কতা যথেষ্ট নয়’

সড়ক দুর্ঘটনা বন্ধ করতে চালকদের সতর্কতা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। শনিবার (৬ অক্টোবর) এফডিসিতে ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সতর্কতা’ শীর্ষক ডিভেট ফর ডেমোক্রেসি’র ছায়া সংসদে এ মন্তব্য করেন তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, সড়ক দুর্ঘটনা দেশের জন্য বর্তমানে একটি বার্নিং ইস্যু। এ বিষয়টিতে আমাদের আরও গুরুত্ব দিতে হবে। চালকদের সতর্কতায় সড়ক দুর্ঘটনা কমতে পেতে পারে। তবে বন্ধের এটিই একমাত্র উপায় নয়। সব থেকে বড় বিষয় হল জনসেচেতনতা।

তিনি বলেন, রাস্তাঘাটে দেখা যায় ফোনে কথা বলতে পথচারীরা রাস্তায় ঝাঁপিয়ে পড়ছেন। কোনো আইন মানছেন না। এছাড়া কেউই ফুটপাত ও ফুটওভার ব্রিজ ব্যবহার করতে চান না। যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, রাজধানীতে যানবাহনের জন্য অবকাঠামোর অভাব রয়েছে। যানচলাচলের জন্য পর্যাপ্ত রাস্তা নেই। ফলে চালকরা যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী উঠাচ্ছে। যার ফলে দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনা এড়াতে অবকাঠামো নির্মাণের গুরুত্ব রয়েছে।

তিনি বলেন, শুধুমাত্র বাংলদেশেই পুলিশ হাত দিয়ে ট্রাফিক সিগন্যাল দেয়। এই নজির অন্য কোথাও দেখা যায় না। কি অজানা কারণে এখনো অটো ট্রাফিক সিগন্যালিং করা হয়নি। আর এর জন্যও কিছু সড়ক দুর্ঘটনা হচ্ছে।

ডিভেট ফর ডেমোক্রেসি’র সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে ছায়া সংসদে অংশগ্রহণ করে স্টামফোর্ড ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজেন্সেস অ্যান্ড টেকনোলজি।

আরও পঠিত খবর

‘নির্বাচনের আগে পরিবহন আইন পরিবর্তনের সুযোগ নেই’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সড়ক পরিবহন আইন পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *