শিক্ষা, শান্তি, প্রগতি ছাত্রলীগের মূলনীতি এই স্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যেকোন বাধা বিপত্তি অতিক্রম করে জাতির পিতার সোনার বাংলা গড়তে প্রতিটি মুজিব সেনা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। লন্ডনে বসে ঘোষণা করে ছাত্রলীগ কোন ভালো কাজ করে না, ছাত্রলীগ খারাপ, জঘন্য। ঠিক তার বিপরীতটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব। আজ বিকাল বেলায় বন্ধুর মায়ের মৃত্যুর খবর শোনে নেত্রকোনা যাত্রা পথে দেখতে পারেন রাস্তার পাশে সরকারি গাছ কাটার কারনে ময়মনসিংহ টু নেত্রকোনা হাইওয়েতে সৃষ্ট হয়েছে দীর্ঘ যানজট। যানজট নিরসনে নিজ উদ্যোগে প্রখর রোদে রাস্তায় নেমে পড়েন মো. রাকিবুল হাসান রাকিব।
এ বিষয়ে জানতে চাইলে সজিব নামে এক পথচারী বলেন, অনেকক্ষণ যাবৎ যানজটের মধ্যে বসে আছি। কখন যানজট ছাড়বে কখন বাড়ি যাব তার প্রহর গুনছিলাম। ঠিক তখনি ২৪-২৫ বছর বয়সি একটি ছেলেকে দেখি ট্রাফিক পুলিশের ন্যায় ভূমিকা পালন করছে। প্রথমে বুঝতে পারিনি ছেলেটি কে, কিছুক্ষণ পর একে একে কানাকানি হয়ে গেল সে ছাত্রলীগ করে।
তিনি আরও বলেন, একজন ছাত্রলীগ নেতার দেশ ও জনগণের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দেখে আমি মুগ্ধ। ধন্যবাদ জানাই রাকিবকে। স্যালুট ছাত্রলীগকে।
কয়েকজন এলাকাবাসী বলেন, মুক্ত মহাসড়ক হওয়ার কারণে এখানে কোন ট্রাফিক পুলিশ ছিলনা। হুট করেই কোথায় থেকে অপরিচিত এক ছেলেকে দেখি রাস্তায় যানজট নিরসনে একাএকাই কাজ করছে। তাকে প্রশ্ন করতেই সে বলে আমি কে সেটা বড় কথা না, আসুন আগে সকলে মিলে যানজট কমাই।
এ বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব বলেন, বন্ধুর মায়ের মৃত্যুর খবর শোনে নেত্রকোনা যাচ্ছিলাম। যাত্রা পথে রাস্তার প্রচন্ড যানজট দেখতে পাই শুনতে পাই পাশে সরকারি গাছ কাটার কারনে ময়মনসিংহ টু নেত্রকোনা হাইওয়েতে যানজট সৃষ্টি হয়েছে। আমার নিজ ইচ্ছায় নিজের স্বাধ্য মত যানজট নিরসনে যথাসাধ্য চেষ্টা করেছি মাত্র।