সিপিএলে (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) জ্যামাইজা তালাওয়াসের বিপক্ষে বৃষ্টি আইনে ৭ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহর দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
সোমবার (৩ সেপ্টেম্বর) ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি শুরু হয়।
এদিন ব্যাট হাতে তাণ্ডব চালান মাহমুদউল্লাহ রিয়াদ। মাত্র ১১ বলে ২৮ রান করে ইনিংসের পাঁচ বল আগেই দলকে জয় এনে দেন তিনি। তার এই ইনিংসের দুইটি চার ও দুইটি ছক্কার মার রয়েছে। এ জয়ে প্লে-অফ নিশ্চিত করেছে তার দল।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে রোভম্যান পাওয়েলের ৮৪ ও ফিলিপসের ৪০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৬ রান তোলে জ্যামাইকা। জবাবে ব্যাটিংয়ে নেমে ৬.৩ ওভারে ১ উইকেটে ৬৫ রান তুলে ফেলে সেন্ট কিটস। এ সময় বৃষ্টি হানা দেয়।
পরে ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১১ ওভারে তাদের নতুন টার্গেট দাঁড়ায় ১১৮। নতুন টার্গেটে খেলতে নেমে ১০.১ ওভারে ৩ উইকেটে জয় পায় সেন্ট কিটস।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ এদিন ঝড় তুললেও কম যাননি ডুসেন ও অধিনায়ক ক্রিস গেইল।
২৪ বলে ৪টি চার ও দুটি ছক্কায় সর্বোচ্চ ৪৫ রান করেন ডুসেন। আর একই বল মোকাবেলা করে ৪১ রান করেন গেইল। তাঁর এই ইনিংসে দুইটি ছক্কার ও ৬টি চারের মার রয়েছে।
সেন্ট কিটস বোলারদের মধ্যে দুটি উইকেট পান বেন কাটিং। একটি করে উইকেট তুলে নেন অ্যালেন, ব্র্যাথওয়েট ও জোসেফ।