এশিয়া কাপে সাকিব খেলবেন কি খেলবেন না সে বিষয়টি তার ওপরই ছেড়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব বলছেন- তিনি মাত্র ২০-৩০ শতাংশ ফিট। কিন্তু হেড কোচ স্টিভ রোডস মনে করেন- সাকিব আরও বেশি ফিট। এবং এশিয়া কাপে খেলার মতো অবস্থা তার আছে।
তবে কথায় খেলায় যেতে নারাজ টাইগার ক্যাপ্টেন মাশরাফি। বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন শেষে সফরপূর্ব সংবাদ সম্মেলনে রোডসের সঙ্গে আসেন মাশরাফিও।
এসময় সাকিবের খেলা না খেলার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাশরাফি বলেন- ‘সিদ্ধান্ত সাকিবের। শেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব যেভাবে খেলেছে, সেই হিসেবে সাকিবই সবচেয়ে ভালো বলতে পারবে সে কেমন আছে। সব মিলিয়ে যদি সাকিবের পারফরম্যান্স দেখেন, তাহলে বলতে হবে আমাদের জয়ের জন্য তার পারফরম্যান্স অনেক বড় ভূমিকা পালন করেছে। আমার কাছে মনে হয়, সে অতটুকু সুস্থ থাকলেও সেটা দলের জন্য যথেষ্ট।’
অবশ্য মাশরাফি মনে করেন খেলা না খেলার সিদ্ধান্তটা একান্তই সাকিবের। সিদ্ধান্ত নেওয়ার পর অজুহাতের কোনো জায়গা থাকার কথা না।
মাশরাফি বলেন, ‘সে যখন খেলবে, তখন সে শতভাগ দিয়েই খেলবে।’
উল্লেখ্য, আগামী ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি ২০ সেপ্টেম্বর, প্রতিপক্ষ আফগানিস্তান।