একুশে টিভির সিনিয়র রিপোর্টার মামুনুর রশীদ- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
সোমবার রাত ১১টার দিকে রাজধানীর শ্যামলী হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মামুনুর রশীদ মারা যান। তিনি একুশে টিভির হয়ে দীর্ঘদীন প্রধানমন্ত্রী বিটে কাজ করেছেন।
মঙ্গলবার ১১টায় একুশে টেলিভিশনে প্রথম এবং দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় নামাযে জানাযা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে নড়াইলের নিজ গ্রামে। সেখানে তৃতীয় জানাযা শেষে বাদ মাগরিব দাফন সম্পন্ন হবে।
নড়াইলের ছেলে মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পাস করেন।
সোমবার রাত সাড়ে দশটার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে সাংবাদিক মামুনুর রশীদকে নিয়ে যাওয়া হয় রাজধানীর শ্যামলী হৃদরোগ ইনন্সিটিউটে। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জন্মদিনের ঠিক কয়েক ঘন্টা আগেই সদা হাস্যোজ্বল এ মানুষটির অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ তার সহকর্মী,আত্মীয়-স্বজন ও পরিচিতজনরা।
রাতে মরদেহ রাখা হয় বারডেমের হিমঘরে। সেখানে প্রিয় মানুষটিকে এক নজর দেখতে ছুটে আসেন শুভাকাঙ্খীরা।
মামুনুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০৩-৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুর আগে একুশে টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন তিনি