Breaking News
Home / বাংলাদেশ / মঞ্চে ফিরলেন আসাদুজ্জামান নূর

মঞ্চে ফিরলেন আসাদুজ্জামান নূর

দীর্ঘ দুই দশক পর শুক্রবার সন্ধ্যায় নাগরিক নাট্য সম্প্রদায় প্রযোজিত সাড়া জাগানো নাটক ‘গ্যালিলিও’ আবার মঞ্চস্থ হয়েছে।

রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হয়।

এই প্রদশর্নীর মধ্য দিয়ে আসাদুজ্জামান নূর ও আলী যাকের আবারও মঞ্চে অভিনয়ে ফিরেছেন।

এই জুটি নাটকটির দুটি মুখ্য চরিত্রে অভিনয় করেন।

প্রায় তিন দশক আগে নাগরিক নাট্য সম্প্রদায় ‘গ্যালিলিও’ নাটকটি প্রদর্শনী শুরু করেছিল। তখন নাটকটির নির্দেশনায় ছিলেন নাট্যজন আতাউর রহামন।

আড়াই ঘণ্টার নাটকটি একাধারে দশ বছর অসংখ্য প্রদশর্নী হয়েছিল। এবার নবরুপে নাটকটি দেড় ঘণ্টা হয়ে মঞ্চস্থ হয়েছে। নব রুপায়নে ‘গ্যালিলিও’ নির্দেশনায় রয়েছেন পান্থ শহারিয়ার।

আসাদুজ্জামান নূর ও আলী যাকের ছাড়াও নাটকে অভিনয়ে রয়েছে কাওসার চৌধুরী, ফারুক আহমেদসহ বেশ কয়েকজন নতুন প্রজন্মের অভিনেতা।

গ্যালিলিও নাটকের আন্দ্রে চরিত্রে অভিনয় করেছিলেন দর্শক নন্দিত অভিনেতা খালেদ খান। তিনি কয়েক বছর আগে পরলোকগমন করেন। এই চরিত্রে এবার নির্দেশক পান্থ শাহরিয়ার অভিনয় করেন।

ব্রেটল ব্রেখটের ‘দ্য লাইফ অব গ্যালিলিও গ্যালিলি’ অবলম্বনে নাটকটির অনুবাদ ও নাট্যরুপ দিয়েছেন অধ্যাপক আবদুস সেলিম।

আরও পঠিত খবর

‘নির্বাচনের আগে পরিবহন আইন পরিবর্তনের সুযোগ নেই’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সড়ক পরিবহন আইন পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *