পাকিস্তানকে ১৭-০ গোলে পরাজিত করে অনূর্ধ্ব ১৮ সাফ ফুটবলে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। এর ফলে সেমি ফাইনালও নিশ্চিত করলো বাঘিনীরা।
একের পর এক আক্রমণে পাকিস্তানের গোলরক্ষক তোবা ইদ্রিস অসহায় হয়ে পড়েছিলেন। একে একে ১৭টি গোল খেলে গোলরক্ষক অসহায় হবেন সেটাই স্বাভাবিক।
গত মাসে এই মেয়েদের চেয়ে দুই বছর ছোট মেয়েরা অর্থাৎ অনূর্ধ্ব-১৬ সাফে ভুটানের এই চাংলিমিথাং স্টেডিয়ামেই পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। এক মাসের ব্যবধানে অনূর্ধ্ব ১৮ সাফে বাংলাদেশের কাছে পাকিস্তান হজম করল ১৭ গোল। বয়সের সঙ্গে বেড়েছে গোলও। মেয়েদের ফুটবলে বাংলাদেশের এটাই সবচেয়ে বড় জয়। ‘নবীন’ পাকিস্তানকে একেবারেই নাস্তানাবুদ করে ছেড়েছে মার্জিয়া, সিরাত জাহান স্বপ্নারা।
স্ট্রাইকার স্বপ্নার সাত গোলের ম্যাচে চার গোল করেছেন উইঙ্গার মার্জিয়া, ডিফেন্ডার শিউলি আজম করেছেন দুই গোল। একটি করে গোল করেছেন মৌসুমি, আঁখি খাতুন, কৃষ্ণা রানী সরকার ও তহুরা খাতুন।