কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, দেশটা ভালোভাবে চলছে না, ভালোভাবে চলা দরকার। দেশে এখন দুর্দিন।
শনিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী প্রতিরোধ যোদ্ধাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন তখন তাকে ছাড়া আর কারও নাম শোনা যায়নি। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর কেউ কথা বলেননি। আমি অন্যায়ের প্রতিবাদ করতেই সেদিন অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম।
কাদের সিদ্দিকী বলেন, কষ্ট লাগে, যারা সেদিন বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিলেন তারা আজ বঙ্গবন্ধুর নামে মুখে ফেনা তুলেন। আমার কথায় অনেকের গা জ্বালা করবে। এতে কিছু আসে যায় না। আমি আল্লাহ ছাড়া কারও গোলামি করি না।
মতবিনিময় শেষে আগামী ২৮ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী প্রতিরোধ যোদ্ধাদের সমাবেশে যোগদানের আমন্ত্রণ জানান তিনি।