Breaking News
Home / বাংলাদেশ / ‘চাল কম দিলেন চেয়ারম্যান, অবরুদ্ধ ইউএনও’

‘চাল কম দিলেন চেয়ারম্যান, অবরুদ্ধ ইউএনও’

দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণের সময় ওজনে কম দেওয়ার অভিযোগ তুলে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা করা হয়েছে। শনিবার (১৮ আগস্ট) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনতার হাতে অবরুদ্ধ হন। দুই ঘণ্টা চাল বিতরণ বন্ধ থাকে।

সেনহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান ওরফে জিয়া গাজী চাল বিতরণ শুরু করেন। এ সময় ট্যাগ অফিসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা না থাকায় তার প্রতিনিধি হিসেবে নবির হোসেন ও প্রকল্প অফিসের উপ-সহকারী সিরাজুল ইসলামের উপস্থিতিতে চাল বিতরণ করা হয়।

দুস্থরা অভিযোগ করেন-মাথাপিছু ২০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু ১৫ থেকে ১৭ কেজি করে চাল দেওয়া হচ্ছিল। বিষয়টি জানার পর অসহায় ও দুস্থদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা ইউনিয়ন পরিষদের পাশে উপজেলা প্রেসক্লাবের সামনের চত্বরে জড়ো হতে থাকেন। এ সময় অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শম্পা কুন্ডু ঘটনাস্থলে যান। তিনি নিজেই চাল ওজন করেন এবং ৩-৪ কেজি করে কম পান। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেননি। তিনি দুস্থ-অসহায়দের লিখিত অভিযোগ করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে জনতা তাৎক্ষণিক সমাধানের দাবি করেন এবং নির্বাহী কর্মকর্তাকে ঘেরাও করে রাখেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে। এরপর চাল বিতরণ স্থগিত ঘোষণা করা হলে জনতা আরও ক্ষুব্ধ হন এবং ইউপি কার্যালয়ে ইট পাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। পরে বেলা আড়াইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শম্পা কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানের উপস্থিতিতে চাল বিতরণ শুরু হয়।

৩-৪ কেজি করে চাল কম দেওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শম্পা কুন্ডু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইউনিয়ন পরিষদ থেকে ঠিকভাবেই দেওয়া হয়েছে। বাইরে গিয়ে তারা কম পাওয়ার অভিযোগ তোলে। যারা চাল কম পেয়েছে, তাদের লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান বলেন, ‘ওজনে কম দেওয়া হয়নি।’

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘সেনহাটি ইউপি কার্যালয়ে বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

এবার অসহায় ও দুস্থদের জন্য সেনহাটি ইউনিয়নে ৫ হাজার ২৯৬ জনের মধ্যে ১ লাখ ৫ হাজার ৯২০ কেজি চাল বরাদ্দ করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ঈদুল আজহাতেও ১৫০ বস্তা চাল আত্মসাতের ঘটনায় একই ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমানের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হলে গত ১৯ জুলাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান ওরফে জিয়া গাজীকে সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু তিনি প্যানেল চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর না করেই উচ্চ আদালতে আপিল করেন।

আরও পঠিত খবর

‘নির্বাচনের আগে পরিবহন আইন পরিবর্তনের সুযোগ নেই’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সড়ক পরিবহন আইন পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *