Breaking News
Home / বাংলাদেশ / চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি

৪০ তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়ার পূর্বেই চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারন ছাত্র পরিষদ (কেন্দ্রীয় কমিটি)।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার জন্য গত ২৭ জুন ও ১০ সেপ্টেম্বর জনপ্রসাশন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সুপারিশ করে। একই সঙ্গে অবসরের বয়সসীমা ৬৫ বছর করারও পরামর্শ দেয়। জনপ্রসাশন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমেটির সুপারিশ ৪০তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বেই দ্রুত বাস্তবায়ন করতে হবে।

বক্তারা আরও বলেন, ১৯৯১ সালে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়। তারপর দীর্ঘ ১৮ বছরেও চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি পায়নি। নবম সংসদ নির্বাচনের পূর্বেও চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সেই সময়ের সরকার। কিন্তু বাস্তবে তার সুফল এদেশের উচ্চ শিক্ষিত ছাত্ররা এখনও লাভ করেনি। তাই আসছে নির্বাচনের পূর্বেই এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আমরা সবাই ভোটার এটা মনে রাখতে হবে। পরিবারের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। তাই আমরা চাকরিতে প্রবেশের বয়স ৩৫ চাই, কর্মে ঢোকার সুযোগ চাই, মেধা প্রমাণের সুযোগ চাই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাস, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সবুজ ভুঁইয়া, কামরুন্নাহার ঝুমা, তানভির আহমেদ প্রমুখ।

আরও পঠিত খবর

‘নির্বাচনের আগে পরিবহন আইন পরিবর্তনের সুযোগ নেই’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সড়ক পরিবহন আইন পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *