চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিজ্ঞান অনুষদের পিছন থেকে একটি মায়া হরিণকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বিজ্ঞান অনুষদের একটি কক্ষ থেকে রসায়ন বিভাগের কর্মকর্তা সুমন চৌধুরী সালেহ আহমেদ মায়া হরিণকে উদ্ধার করেন।
সালেহ আহমেদ বলেন, ‘বিজ্ঞান অনুষদের ১০৮ নং রুমের জানালায় হরিণটি আটকা পড়ে। সকাল সাড়ে নয়টার দিকে হরিণটিকে জানালায় ঝুলে থাকতে দেখতে পাই। তাৎক্ষণিক চেয়ারম্যান স্যারকে অবহিত করি। পরে প্রক্টরিয়ালবডির সহায়তায় হরিণটি উদ্ধার করি। মনে হচ্ছে হরিণটি কোমরের অংশে আর পেছনের পায়ে ব্যাথা পেয়েছে’।
এ বিষয় রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর ড. মনির উদ্দিন বলেন, এর আগেও বিজ্ঞান অনুষদের পেছনের পাহাড় থেকে হরিণ এসেছে। ধরাও পড়ে। পরে আমরা উদ্ধার করে প্রাণীবিদ্যা বিভাগের সহায়তায় ছেড়ে দেই। তবে, এ হরিণটিকে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পেয়ে আমি নিজেই শঙ্কিত।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ‘বিজ্ঞান অনুষদের ১০৮ নম্বর কক্ষের রসায়ন বিভাগের ল্যাব থেকে জানালা গ্রিলে ঝুলন্ত অবস্থায় একটি হরিণ উদ্ধার করা হয়েছে। কয়েকটি জায়গায় আঘাত পাওয়ায় চিকিৎসার জন্য আমরা অ্যাম্বুলেন্সযোগে চট্টগ্রাম চিরিয়াখানার ডাক্তারের কাছে পাঠিয়েছি’।