ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বাইরে রেখেই এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এই টুর্নামেন্টে কোহলির অনুপস্থিতিতে ভারতের নেতৃত্ব দেবেন অপেনার রোহিত শর্মা।
সামনে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে ভারত। এই দুটি গুরুত্বপূর্ণ সিরিজের কথা ভেবেই কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাছাড়া ছোটখাটো কিছু চোট রয়েছে এই ভারতীয় তারকার। ঘাড়ের চোট কাটিয়ে ওঠার পর চলমান ইংল্যান্ড সিরিজেও পিঠের ব্যথায় ভুগেছেন ভারতীয় অধিনায়ক।
এশিয়া কাপের ভারতীয় দলে একজন নতুন মুখ, খলিল আহমেদ। তবে দলে জায়গা হয়নি সুরেশ রায়না, উমেশ যাদব ও সিদ্ধার্থ কৌলের। আর দলে ফিরেছেন মাণীষ পান্ডে, আমবাতি রাইডু ও কেদার যাদব।
আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের এশিয়া কাপ। আর ভারত প্রথম ম্যাচে মাঠে নামবে ১৮ সেপ্টেম্বর। ৩০ সেপ্টেম্বর আসরটি শেষ হবে।
১৬ সদস্যের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ-অধিনায়ক), কেএল রাহুল, আমবাতি রাইডু, মাণীষ পাণ্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবেনশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, শার্দুল ঠাকুর ও খলিল আহমেদ।